বড় ফাঁড়া আসতে চলেছে শাহরুখের জীবনে! কিং খানের স্বাস্থ‍্য নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য নামী জ‍্যোতিষীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটা লম্বা বিরতির পর আবারো বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিং খানের স্টাইলেই একসঙ্গে তিন তিনটি ছবি নিয়ে বলিউডে কামব‍্যাক করছেন অভিনেতা। পাঠান, জওয়ান এবং ডাঙ্কি, কার্যত ছবির লাইন লাগিয়ে দিয়েছেন শাহরুখ। ইতিমধ‍্যেই ফিল্মি দুনিয়ার ৩০ বছর সম্পূর্ণ করেছেন তিনি।

বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে একজন শাহরুখ। কিন্তু বিগত কয়েক বছর ধরেই তাঁর ছবি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারছে না। বিশেষ করে ২০১৮ তে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সার্থক নামা হয়ে বক্স অফিসে মুখ ডুবিয়েছিল কিং খানের। তারপরেই স্বেচ্ছায় অভিনয় থেকে সরে আসেন তিনি।


এত বছর ধরে একাধিক চিত্রনাট‍্য পরে, বুঝে, ভেবেচিন্তে শেষমেষ পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। আগামী বছরের ২৫ জানুয়ারিই মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম কামব‍্যাক ছবি ‘পাঠান’। এতদিনের বিরতির পর এই ছবিটির পেছনে বড় বাজি রাখছেন শাহরুখ। সিনেমা হিট না করলে বিরাট ক্ষতির মুখে পড়বেন অভিনেতা।

তা শাহরুখের ভবিষ‍্যৎ কী বলছে? নামী জ‍্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি বলেন, শাহরুখ খান শুধু একটা নাম নয়, একটা আবেগ, অনেকের কাছে আদর্শ। ছবি না চললেও শাহরুখের ভবিষ‍্যৎ অত‍্যন্ত উজ্জ্বল। তবে আগামীতে বেশ কিছু হিট ছবি রয়েছে অভিনেতার কেরিয়ারে, যার মধ‍্যে পাঠান অন‍্যতম। এই ছবির হাত ধরেই নিজের স্টারডম ফেরত পাবেন তিনি, দাবি জ‍্যোতিষীর।

তিনি বলেন, পাঠান গোটা দেশের দর্শককে মুগ্ধ করবে। পর্দায় ফেরার সিদ্ধান্তটা শাহরুখের সেরা সিদ্ধান্ত। তবে প্রেমিক চরিত্রগুলির উপরে অভিনেতার বেশি নজর দেওয়া উচিত বলে মন্তব‍্য করেছেন জ‍্যোতিষী। যদিও প‍্যান ইন্ডিয়া ছবির থেকে বলিউড ছবিই শাহরুখের করা উচিত বলেও দাবি করেছেন তিনি। এতেই তাঁর লাভ।

শাহরুখের ব‍্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন জ‍্যোতিষী। অভিনেতার ফিল্মি কেরিয়ার ট্র‍্যাকে ফিরলেও নিজের শরীর স্বাস্থ‍্যের দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব‍্য করেছেন জ‍্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি।

X