মানিক ঘনিষ্ঠ টিচার্স ট্রেনিং সেন্টারে ইডির হানা, দুর্নীতির খোঁজে তালা ভেঙে ঢুকল তদন্তকারীরা

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আবারও কি প্রকাশ্যে আসতে চলেছে চাঞ্চল্যকর তথ্য? বর্তমানে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে ইডির (Enforcement Directorate) হানা সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল করে তুলছে। এক্ষেত্রে অফিসটি বন্ধ থাকায় পরবর্তীতে চাবি ভেঙে ভেতরের প্রবেশ করেছে তদন্তকারী অফিসাররা। এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। বর্তমানে হেফাজতে রয়েছেন মানিক। একের পর এক জেরা করা হয়ে চলেছে তাঁকে আর এর মাঝেই এবার মহিষবাথানে মানিকের ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে (মিনার্ভা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি) পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, মহিষবাথানে ট্রেনিং সেন্টারে পৌঁছে গিয়ে সেখানকার দরজা তালা বন্ধ দেখে ইডি অফিসাররা। পরবর্তীতে চাবি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তালা ভাঙতে তৎপর হয় তারা। বর্তমানে অফিসের ভেতর তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, উক্ত ট্রেনিং সেন্টারে একাধিক চাকরিপ্রার্থীদের কোর্স করানো হতো, যাতে তারা পরবর্তী সময় চাকরি পান। এক্ষেত্রে এই কোর্সগুলি টাকার পরিবর্তে করানো হতো বলে দাবি ইডির। একইসঙ্গে চাকরি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া এবং সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা নেওয়া হত বলে অনুমান তাদের। প্রসঙ্গত, এক্ষেত্রে ওই সেন্টারে কোন কোর্স করানো হতো কিংবা কোর্সের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করা হতো, এ সকল বিষয়গুলি তদন্ত করবে তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বহুদিন ধরেই তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন মানিক ভট্টাচার্য। অতীতে বহুবার মানিককে তলব করা হলেও একাধিক ক্ষেত্রে সেই জেরা এড়িয়ে যান তিনি। তবে এর মাঝে গত মঙ্গলবার অবশেষে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস বিধায়ককে। এই মামলায় ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে।

Untitled design 2022 09 23T162934.043

এক্ষেত্রে মানিকবাবুর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অসংখ্য টাকা উদ্ধার করার পাশাপাশি তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও গুরুত্বপূর্ণ তথ্য হাতে লেগেছে ইডির। তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতি কাণ্ডে বড়সড় হাত রয়েছে মানিকের আর এবার মানিক ঘনিষ্ঠের ট্রেনিং সেন্টারে তল্লাশি চালানোর মাধ্যমে নয়া কোন তথ্য সামনে উঠে আসে, সেদিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর