বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৬ তারিখ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্ব আরম্ভ হওয়ার আগে একটি অফিশিয়াল ইভেন্ট আয়োজন করেছিল আইসিসি। সেখানে একত্রিত হয়েছিলেন সবকটি দেশের অধিনায়করা। সেই ইভেন্টে উপস্থিত থেকে ভারতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা। তিনি সেই ক্রিকেটারদের মধ্যে একজন যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণেও মাঠে ছিলেন আর এবারের সংস্করণেরও অংশ হয়েছেন।
২০২২ সালে আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি হচ্ছে এই ফরম্যাটে আয়োজিত বিশ্বকাপের অষ্টম সংস্করণ। গোটা বিশ্বকাপের প্রতিটি দল বিলিয়ে মাত্র চারজন এমন ক্রিকেটার রয়েছেন যারা টুর্নামেন্টের প্রথম সংস্করণেও ছিলেন এবং এই অষ্টম সংস্করণেও রয়েছে। এই চারজন ক্রিকেটার হলেন জিম্বাবোয়ের শেন উইলিয়ামস, বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের দীনেশ কার্তিক এবং রোহিত শর্মা।
স্বাভাবিকভাবেই রোহিত শর্মার সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে এখন আর সেই সময়ের টি-টোয়েন্টি ফরম্যাটে মধ্যে কতটা বদল এসেছে। জবাবে রোহিত শর্মা বলেন, “দীর্ঘ পথ পাড় হয়ে আজ টি-টোয়েন্টি ক্রিকেট সম্পূর্ণ অন্যরকম। আগে আমরা ১৪০ থেকে ১৫০ অবধি রান স্কোরবোর্ডে তুলেও ম্যাচ জেতার কথা ভাবতাম। আর আজ আমরা ১৪-১৫ ওভারে ওই রান তুলে ফেলার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে খেলাটির কত পরিবর্তন হয়েছে।”
ভারতের বিশ্বকাপ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেছেন, “এখন বিশ্ব ক্রিকেটে প্রতিটা দলই ব্যাটিং করতে নেমে কি ফলাফল হবে সেটা নিয়ে বেশি না চিন্তা করেই অনেক ঝুঁকি নেয়। আমরাও তার ব্যতিক্রম নই। কারণেই ঝুঁকিটা নেওয়ার পর যে সাফল্য টা পাওয়া যায় সেটা অনেক বড়। সাহসী এবং আগ্রাসী ক্রিকেট খেলাটাই আমাদের মূল লক্ষ্য।”
রোহিত শর্মা আজ ভারতীয় দলের অধিনায়ক। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যখন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তখন তিনি কুড়ি বছর বয়সী এক তরুণ প্রতিভা ছিলেন। তা স্বত্ত্বেও গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান এবং ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৩০ রানের ইনিংস খেলে তিনি ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।