বাংলাহান্ট ডেস্ক: বলিউডের আইকনিক কাপল শাহরুখ খান (Shahrukh Khan) এবং গৌরি খান (Gauri Khan)। দীর্ঘ ৩০ বছর ধরে একে অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। বিনোদন জগতের মানুষদের জীবনের পরতে পরতে জড়িয়ে থাকে বিতর্ক। শাহরুখ গৌরির দাম্পত্য জীবনেও কম ঝড় ওঠেনি ‘তৃতীয় ব্যক্তি’র জন্য। কিন্তু সবকিছু ছাপিয়ে জিতে গিয়েছে তাঁদের ভালবাসা।
শাহরুখ গৌরির বিয়েটাও সহজ ছিল না। তাঁদের বিয়েতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল দুজনের ভিন্ন ধর্ম। উপরন্তু গৌরির পরিবার ছিল অত্যন্ত সংরক্ষণশীল। বিয়ের আগে তাঁর পদবী ছিল ছিব্বর। গৌরির বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল। ছোট থেকেই কড়া নিয়মে বড় হয়ে উঠেছিলেন তিনি। এমন এক পরিবারের কাছে শাহরুখকে বিয়ে করার কথাটা বলাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল গৌরির কাছে।
বিয়ের কথা বলতে গিয়ে এবং পরিবারকে রাজি করাতে গিয়ে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল গৌরিকে। শোনা যায়, তাঁর বাবা মা নাকি এতটাই এই বিয়ের বিরুদ্ধে ছিলেন যে তাঁর ভাই শাহরুখকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন! রীতিমতো বন্দুক নিয়ে শাসিয়েছিলেন তিনি।
‘কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা’ বইটিতে এই ঘটনার উল্লেখ আছে। সেখানে লেখা, গৌরির ভাই বিক্রান্ত নাকি গুণ্ডা হতে চাইতেন। শাহরুখকে একটা বন্দুক দেখিয়ে শাসাতে গিয়েছিলেন। কিন্তু তাতে কিং খান ভয় পাননি। গৌরিকে বিয়ে করতে বদ্ধপরিকর ছিলেন তিনি।
আরো জানা যায়, গৌরি নাকি প্রথম দিকে শাহরুখের অভিনয়ের মোটেই ভক্ত ছিলেন না। বরং তিনি নাকি চাইতেন যে শাহরুখের ছবি যাতে ফ্লপ হয়, যাতে তাঁরা আবার দিল্লি ফিরে যেতে পারেন। পরে অবশ্য তিনিই শাহরুখের সবথেকে সমর্থক হয়ে ওঠেন।