বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে বিভিন্ন জায়গায় চলছে রেলপথ সম্প্রসারণের কাজ। মূলত, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখেই সকলের সুবিধার্থে দ্রুত কাজ করছে রেল (Indian Railways)। তবে, এবার সেই কাজ করতে গিয়েই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। জানা গিয়েছে, রেলের একটি সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে শুকিয়ে গিয়েছে আস্ত একটি গ্রাম। শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক ঘটনা সামনে এসেছে।
জানা গিয়েছে, চারধাম যাত্রার কথা মাথায় রেখে পুণ্যার্থীদের সুবিধার্থে চারধামকে যুক্ত করছে রেল রুট। সেই জন্য তৈরি করা হচ্ছে সুড়ঙ্গটি। যেটি দিয়ে সম্প্রসারিত হবে রেলপথ। কিন্তু, সেই সুড়ঙ্গ কাটতে গিয়েই এবার বড়সড় বিপদের সম্মুখীন হয়েছে একটি গ্রাম।
এদিকে, এখন প্রশ্ন উঠতেই পারে যে, সুড়ঙ্গ কাটার মাধ্যমে একটা আস্ত গ্রামের শুকিয়ে যাওয়ার কি সম্পর্ক রয়েছে? সেই উত্তরটিই বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল। প্রথমেই জানিয়ে রাখি যে, উত্তরাখণ্ডের পানাই পোখারি এলাকাটি পাহাড়ে ঘেরা। যার ফলে সেই পাহাড়ের মধ্যে দিয়েই রেললাইন সম্প্রসারণের জন্য সুড়ঙ্গ কাটতে হচ্ছে। আর সেই সুড়ঙ্গটিই পাহাড়ি গ্রাম পানাই পোখারির তলা দিয়ে চলে গিয়েছে।
এদিকে, জানা গিয়েছে যে, ওই সুড়ঙ্গটি তৈরি হওয়ার মাত্র ২ মাসের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে গ্রাম। এমনকি, গ্রামবাসীরাই এই ভয়াবহ অভিযোগ সামনে এনেছেন। মূলত, ওই গ্রামে থাকা একটি ঝর্ণাই জলের প্রধান উৎস ছিল। পাশাপাশি, গ্রামে স্থিত প্রায় ৫০ টি পরিবারের কাছে একমাত্র ভরসা ছিল ওই ঝর্ণা।
কিন্তু, রেলপথ সম্প্রসারণের জন্য ওই সুড়ঙ্গ কাটার পর থেকে স্তব্ধ হয়ে গেছে জলের সেই উৎস। মূলত, ঝর্ণাটি শুকিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। আর তার জেরে গোটা গ্রামটাই এখন চরম জলাভাবে ভুগছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন গ্রামবাসীরা। এমনকি, ওই সমস্যার আদৌ কবে সুরাহা হবে তারও কোনো সদুত্তর নেই তাঁদের কাছে।