বাংলাহান্ট ডেস্ক: উপর্যুপরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় কোণঠাসা রাজ্যের শাসক দল (Trinamool Congress)। অনেক জায়গাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। দলের প্রথম সারির নেতামন্ত্রীদের দিকেও উঠছে আঙুল। তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ জনতাও। এর মাঝেই বিষ্ফোরক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)।
বামনগাছিতে তৃণমূলের বিজয়া সম্মীলনীতে যোগ দিয়েছিলেন বারাসতের বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। তাঁর সামনেই চিরঞ্জিৎ বলে ওঠেন, সবাই রাজা হতে চাইছে। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষের সবার উপরেই পাখির নজর। তাতে সব খুঁত, লোভ ধরা পড়ছে।
দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়ে চিরঞ্জিৎ বলেন, যারা দলীয় নীতি মেনে চলছেন না তাদের উপরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর রয়েছে। যাকে বলে ‘বার্ডস আই ভিউ’। তাতেই সবার সমস্ত খুঁত, লোভ, বিচারধারা ধরা পড়ে যাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে কে সাদা আর কে কালো, মন্তব্য চিরঞ্জিতের।
এরপরেই কটাক্ষ শানিয়ে তিনি বলেন, রাজা আর নীতি দুই নিয়েই রাজনীতি। অথচ সবাই রাজা হতে চাইছেন, কিন্তু নীতি মানছেন না অনেকেই। যাদের দেখার তারা উপর থেকে সবটাই দেখছেন। পালটা কটাক্ষ এসেছে বিরোধী শিবিরের দিক থেকেও।
দিলীপ ঘোষ ব্যঙ্গের সুরে প্রশ্ন ছুঁড়েছেন, উনি (চিরঞ্জিৎ) আছেন কোথায় সেটা মাঝে মাঝে জানতে ইচ্ছা হয়। তৃণমূলে অনেকেই বিবৃতি দিয়ে বেঁচে আছেন। সেটা ওদের নাড়ির সমস্যা। সঙ্গে তিনি কটাক্ষ করেন, ‘মনে হয় না কেউ কাউকে দেখছে। সবাইকে ঈশ্বর দেখছেন। ওই দলে আর কিছু আছে বলে মনে হয় না।’