বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুই দলই এখনও অবধি লা লিগায় অপরাজিত ছিল। দুই দলই সমান পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের শীর্ষস্থানদুটি দখল করে রেখেছিল। রবিবারের ম্যাচ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে টপকে আপাতত একক ভাবে লিখেছেন নিজেদের অবস্থান মজবুত করার। আর সেই লড়াইয়ে বার্সেলোনাকে পরাস্ত করে বাজি মারলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু-তে ফেদে ভালভার্ডেদের দাপটে বড় জয় পেলো কার্লো আনসেলোত্তির ছেলেরা।
গত মরশুমে প্রথম ক্লাসিকোতে জয় পেলেও এবং লা লিগা জিতলেও দ্বিতীয় ক্লাসিকোতে ৪-০ ফলে হারের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতায় এই হারের খুব একটা খারাপ প্রভাব পড়েনি। তবে কোথাও গিয়ে একটা অপমানের জ্বালা হয়তো থেকেই গিয়েছিল ফুটবলারদের মনে। তাই রবিবার মদ্রিচদের মধ্যে বাড়তি তাগিদ দেখা গিয়েছিল নিজেদের প্রমাণ করার।
প্রথম থেকেই ম্যাচে দাপট দেখাচ্ছিল রিয়াল। ম্যাচের ১২ মিনিটে বুস্কেতসের টানে মাটিতে পড়ে যেতে যেতেও একটি দুর্দান্ত থ্রু পাস বাড়ান টনি ক্রুস। সেই পাস ধরে ঝড়ের গতিতে বার্সা পেনাল্টি বক্সে উঠে এসে শট নেন ভিনিসিয়াস। বার্সা গোলরক্ষক টার স্টেগান সেই শট বাঁচালেও লুজ বল পড়ে বেনজেমার সামনে। ব্যালন ডি-ওর জয়ের আগের দিন গোল করে দলকে এগিয়ে দেন ফ্রেঞ্চ তারকা। এরপর ম্যাচের ৩৫ মিনিটে ভিনিসিয়াসের ব্যাকহিল ধরে ফ্রেডরিকো ভালভার্ডের জন্য বল সাজান লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি। দূরপাল্লার জমি ঘেঁষা শটে অসাধারণ গোল করে রিয়ালের ব্যবধান দ্বিগুন করেন উরুগুয়ের মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে বেনজেমা একবার অসাধারণ গোলে ব্যবধান বাড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। ম্যাচে বেশ কয়েকবার সুযোগ পেয়েও দলকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন বার্সার তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। কিন্তু ম্যাচের শেষদিকে রিয়াল ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে পরিবর্ত হিসাবে নামা আনসু ফাতির ক্রসে তার করা ফ্লিক থেকেই ব্যবধান কমিয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময় পরিবর্ত হিসাবে নামা রদ্রিগোকে বার্সা ডিফেন্ডার এরিখ গার্সিয়া ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ফল ৩-১ করে দেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে একক ভাবে লিগ শীর্ষে রিয়াল। সম সংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট বার্সার।
অপরদিকে রবিবার ইপিএলে লিগ শীর্ষে ওঠার দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিলো চলতি মরশুমে অত্যন্ত নড়বড়ে অবস্থায় থাকা লিভারপুল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গোলরক্ষক অ্যালিসনের লং বল ধরে ম্যান সিটির গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ইজিপসিয়ান তারকা মহম্মদ সালাহ। এদিন ম্যান সিটির গোলমেশিন এরলিং হাল্যান্ডকে শান্ত রাখতে সমর্থ হন লিভারপুল ডিফেন্ডাররা। ম্যাচ জিতলেও লিগ টেবিলে এখনও ৮ নম্বরে লিভারপুল। ম্যাচ হেরে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়লো গুয়ার্দীওয়ালার সিটি।