টেটে মোট কতজনকে বেআইনিভাবে চাকরি? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৈঠকে পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে অবশেষে মুখোমুখি বৈঠকে বসল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক টেট (Primary Tet) সংক্রান্ত মামলাকারীদের আইনজীবীরা। এক্ষেত্রে মোট কতগুলি চাকরি বেআইনিভাবে প্রদান করা হয়েছে, সে সকল বিষয়গুলি মূলত বৈঠকে উঠে আসবে বলে খবর।

সাম্প্রতিক সময়ে প্রাথমিক টেট থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় রাজনীতি। লাখ লাখ টাকা আত্মসাৎ করার মাধ্যমে বিপুল পরিমাণ চাকরি বেআইনি ভাবে প্রদান করা হয়েছে বলে অভিযোগ। এই সংক্রান্ত মামলাগুলি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে উঠেছে। তদন্ত প্রক্রিয়া অগ্রসর করে নিয়ে চলেছে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলি।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্যের মতন শিক্ষা আধিকারিকরা। এই পরিস্থিতিতে এদিন বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মুখোমুখি বৈঠকে বসলো শিক্ষা পর্ষদ এবং টেট মামলাকারীদের আইনজীবীরা।

সূত্রের খবর, প্রাথমিক নিয়োগে মোট কতগুলি চাকরি বেআইনিভাবে দেওয়া হয়েছে, সেগুলি মূলত হিসাব করে দেখা হতে চলেছে এই বৈঠকে। সব রকম নথি খতিয়ে দেখার মাধ্যমে মূলত বেআইনি সংখ্যাটি বের করা হতে চলেছে।

Untitled design 2022 09 03T131357.756

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়কে। এক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এছাড়াও পার্থর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের বিরুদ্ধে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সকল বিষয়গুলি এদিন বৈঠকে আলোচনা করা হতে চলেছে। এই বৈঠক থেকে আশার আলো উঠে আসবে বলে মনে করছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।


Sayan Das

সম্পর্কিত খবর