বাংলাহান্ট ডেস্ক : প্রাথমি শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Recruitment Scam) মামলায় ইডি গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। এই মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় আধিকারিক দলের নজরে পড়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডি দাবি করে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা (ED)। ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই মামলার প্রত্যক্ষ যোগাযোগ আছে বলেই মনে করছে ইডি।
ইডির বিশেষ সূত্রে জানা যাচ্ছে, মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পাওয়া গেছে। কিন্তু এই টাকার উৎস কী? সেই সম্পর্কে কিছুই বলতে পারেন নি মানিক ভট্টাচার্য। এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে খবর, প্রথমে এই অ্যাকাউন্টের কথা স্বীকারই করেননি পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।
তবে জেরার চাপ বাড়তেই মুখ খোলেন মানিক। অ্যাকাউন্টের কথা স্বীকারও করেন তিনি। কিন্তু এই টাকার উৎস কী, তা নিয়ে কোনও সদুত্তর দেননি মানিক। এদিকে, কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করে, মানিকের ছেলে শোভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা।
ইডির অনুমান, প্রাইমারির চাকরি বিক্রীর টাকা বিভিন্ন হাত ঘুরে তারপর তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন মানিক। এর সঙ্গে কিছু সংস্থা, কিছু ব্যক্তি মালিকানায় থাকা সংস্থারও যোগ রয়েছে তাঁর। ইডি জানিয়েছ নানা কারণ দেখিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে মানিকের পরিবারের সদস্যদের খাতায় টাকা জমা করেছেন বলে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!