বড় ব্যবধানে জিতে দুর্দান্তভাবে সুপার টুয়েলভের লড়াইয়ে ফিরে এলো শ্রীলঙ্কা, জয় পেলো হল্যান্ডও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে হারের পর দলের যথেষ্ট সমালোচনা হয়েছিল। আজ সুপার টুয়েলভের লড়াইয়ে টিকে থাকার জন্য সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। বিশাল বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে সমর্থকদের কিছুটা স্বস্তি দিলেন শানাকারা। কিন্তু কয়েকটা চিন্তার জায়গায় রয়ে গেল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মেন্ডিস ও নিশাঙ্কার ব্যাটে ভর করে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। একসময় মনে হচ্ছিলো বেশ বড় রান বোর্ডে তুলবেন তারা। কিন্তু তেমনটা হয়নি। সংযুক্ত আরব আমিরশাহির চেন্নাই যত স্পিনার কার্তিক মাইয়াপ্পনের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে শ্রীলঙ্কার শক্তিশালী মিডল অর্ডার। হ্যাটট্রিক করেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার। শুধুমাত্র ওপেনার পাথুম নিশাঙ্কার ৬০ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা।

যদিও শ্রীলঙ্কা বোলিং শুরু করার পর থেকেই এটা পরিষ্কার হয়ে যায় যে কোনোভাবেই সংযুক্ত আরব আমিরশাহী এই ম্যাচে জয় পাবে না। তৃতীয় ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো শুরু করে তারা। পুরো ২০ ওভার ব্যাটিং করতেও ব্যর্থ হয় ইউএই। ১৭.১ ওভারে ৭১ রানে অলআউট হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ৭৯ রানের ব্যবধানে বড় জয় পায় দ্বীপরাষ্ট্রের দলটি।

অসাধারণ বোলিং করে তিনটি করে উইকেট নেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ারিন্দু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা। দুটি উইকেট নেন চেন্নাই সুপার কিংসের ধোনির নেতৃত্বে খেলে যাওয়া তরুণ শ্রীলঙ্কান বোলার থিকসেনা। কিন্তু চিন্তার ব্যাপার হলো এটাই নিজের শেষ ওভারে বোলিং করার পর অত্যন্ত অস্বস্তি সহকারে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন চামিরা। এইমুহূর্তে শ্রীলঙ্কার সবচেয়ে ভরসাযোগ্য পেসার তিনি। এখনো নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামা বাকি রয়েছে শ্রীলঙ্কার। তাদের বিরুদ্ধে তারকা পেসারকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তায় সর্মথকরা।

netherlands win

উল্টোদিকে আজকে প্রথম রাউন্ডের অপর ম্যাচে টসে জিতলেও ম্যাচে হারতে হলো নামিবিয়াকে। শ্রীলঙ্কাকে হারানোর পর আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নামিবিয়া অধিনায়ক মারেই ইরাসমাস। কিন্তু নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিং এর সামনে কুড়ি ওভার ব্যাট করে মাত্র ১২১ রান তুলতে পেরেছিল আফ্রিকার দেশটি। এরপর নেদারল্যান্ডস রান তাড়া করতে নামার পর ম্যাচটি শেষ ওভার অবধি গড়ায়। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় ডাচরা। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ৩০ রান করে ম্যাচের সেরা ‘ব্যাস দি লিড’। পরপর দুটি ম্যাচে জিতে সুপার টুয়েলভে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল অরেঞ্জ আর্মি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর