অবস্থার অবনতি, ডেঙ্গিতে কাবু হয়ে আচমকাই হাসপাতলে ভর্তি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার এবং ময়দানের অতি পরিচিত ব্যক্তিত্ব, সুব্রত ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে তার শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গি। প্লেটলেট অনেকটাই কমে যাওয়ায় এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

এখন আর তাকে কোচিংয়ে দেখা যায় না। কিন্তু বিভিন্ন সময়ে সাংবাদিকদের সামনে বাংলার ফুটবল সংক্রান্ত নানা বিষয়ে খোলাখুলি ভাবে মন্তব্য করেছেন তিনি। চলতি বছরেই তার জামাই সুনীল ছেত্রীকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে জামাইষষ্ঠীর প্রেরণ করেছিলেন প্রাক্তন তারকা ফুটবলার। তারপর থেকে খুব একটা শিরোনামে ছিলেন না। আচমকাই তার হাসপাতলে ভর্তি হওয়ার খবর শুনে অনেকে চিন্তিত হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে তার গত সপ্তাহ থেকেই প্রবল জ্বর। বেশ কয়েকবার বাড়িতে বমিও করেন তিনি। জন্যই আর ঝুঁকি না নিয়ে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকরা তাকে কড়া নজর রাখছেন। প্রতি ঘন্টায় তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে তার পরিবার সূত্রে জানা গিয়েছে আপাতত আশঙ্কার কিছু নেই। অভিনেতা এবং তার ছেলে সাহেব ভট্টাচার্য সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন যে বাবা বেশ দুর্বল হয়ে পড়েছিল শারীরিকভাবে। বাড়িতে অনেক চেষ্টা করেও তার জ্বর নামানো যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ডেঙ্গি ধরা পড়েছে ঠিকই কিন্তু চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন যে গুরুতর কিছু হয়নি তার। চিকিৎসক তনময় ভট্টাচার্যর জানিয়েছেন আপাতত তাকে স্যালাইন দেওয়া হচ্ছে।

পুজোর আগে থেকেই চলছিলো কিন্তু পুজো শেষ হওয়ার পর যেন মারাত্মকভাবে শহরে থাবা বসিয়েছে ডেঙ্গি। শহর এবং শহরতলীতে বেশকিছু মানুষ ইতিমধ্যেই ডেঙ্গির শিকার হয়েছেন। চিকিৎসকরা বারবার করে জনসাধারণকে সাবধান থাকার পরামর্শ দিয়ে চলেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর