‘তারে জমিন পর’এ অভিনয়ের কথা ছিল অক্ষয় খান্নার, পেছন থেকে ছুরি মেরে সিনেমা হাতিয়ে নেন আমির

বাংলাহান্ট ডেস্ক: আমির খানের (Aamir Khan) যেকটি ছবি বক্স অফিসে সাফল‍্যের সঙ্গে সঙ্গে দর্শকদেরও মন জয় করেছিল, তাদের মধ‍্যে অন‍্যতম ‘তারে জমিন পর’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির মাধ‍্যমে পরিচালক হিসাবে ডেবিউ করেছিলেন আমির। ছবির আরো এক পরিচালক এবং লেখক ছিলেন অমোল গুপ্তে। তারে জমিন পর এতটাই জনপ্রিয় হয়েছিল যে এখনো অনেকের কাছেই এটা সবথেকে প্রিয় ছবির মধ‍্যে অন‍্যতম।

ছবির মুখ‍্য চরিত্র আর্ট শিক্ষক রাম শঙ্কর নিকুম্ভের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির। তাঁর চরিত্রটি অনেকের মনেই দাগ কেটে গিয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন, তারে জমিন পর এর মুখ‍্য চরিত্রে আমির নন, বরং অক্ষয় খান্নার (Akshaye Khanna) অভিনয় করার কথা ছিল। লেখক অমোল গুপ্তে প্রথমে এই চরিত্রে অক্ষয়কেই ভেবেছিলেন।

Taare zameen par
কিন্তু ছবিটা করলেন না কেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, অমোল তাঁকে চিনতেন না। তাই তিনি আমিরকে অনুরোধ করেছিলেন আলাপ করিয়ে দেওয়ার জন‍্য। কিন্তু আমিরের সুযোগসন্ধানী স্বভাবের ব‍্যাপারে অবগত ছিলেন না তিনি। অভিনেতা বলেছিলেন, আগে তিনি চিত্রনাট‍্যটা শুনে নেবেন যাতে অক্ষয়কে বোঝাতে পারেন।

বিশ্বাস করে অমোল চিত্রনাট‍্য শুনিয়েও ছিলেন আমিরকে। মিস্টার পারফেকশনিস্টের নাকি চরিত্রটা এতই পছন্দ হয়েছিল যে নিজেই অভিনয় করার জন‍্য অনুরোধ করেন অমোল গুপ্তেকে। তিনিও বাধ‍্য হন আমিরকে হ‍্যাঁ বলতে। মাঝখান থেকে বঞ্চিত হন অক্ষয়।

আমিরের ঝাঁপিয়ে পড়ে সিনেমা ছিনিয়ে নেওয়ার বিষয়টা মোটেই মেনে নিতে পারেননি অক্ষয়। যদিও এ বিষয়ে কোনোদিনই আমিরকে কিছু বলেননি তিনি। তবে অক্ষয় এও স্বীকার করেন, মিস্টার পারফেকশনিস্ট সত‍্যিই চরিত্রটার প্রতি যথাযথ বিচার করেছিলেন। অত ভাল অভিনয় হয়তো তিনি নিজেই করতে পারতেন না বলে মন্তব‍্য করেন অক্ষয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর