বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) অনুষ্ঠান করার অনুমতি পেলেন না বলিউড তারকা নোরা ফতেহি (Nora Fatehi)। ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে পারফর্ম করারও কথা ছিল তাঁর। কিন্তু সে দেশের সরকারের তরফে অনুমতি মেলেনি নোরার পারফরম্যান্সের।
ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল নোরার। আগামী ১৮ নভেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মঞ্চে পারফর্মও করতেন নোরা। কিন্তু সরকারের তরফে অনুমতি দেওয়া হয়নি। জানা যাচ্ছে, ডলার বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের সংষ্কৃতি মন্ত্রকের তরফে একটি আইনি নোটিস জারি করে জানানো হয়েছে, গোটা বিশ্ব বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে ডলারের অভাবের জন্য নোরার অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। নোরার ব্যয়বহুল অনুষ্ঠানের জন্য ডলার খরচ করতে রাজি নয় বাংলাদেশ সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২০ উপলক্ষে ঢাকায় আসার কথা নোরা নিজেই ঘোষনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁর আসা নিয়ে জটিলতা তৈরি হয়। আইনি নোটিস পাঠিয়ে নোরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।
পরে অবশ্য আয়োজক দুই সংস্থা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেয় এবং জানানো হয়, আগামী ১৮ নভেম্বরই ঢাকায় আসছেন নোরা। পুরস্কার বিতরণী এবং পারফরম্যান্স মিলিয়ে ৪০ মিনিট মঞ্চে থাকবেন তিনি। কিন্তু সরকারের তরফে অনুমতি না মেলায় ভেস্তে গেল অনুষ্ঠান।
প্রসঙ্গত, মরোক্কান সুন্দরী নোরা ফতেহির কেরিয়ার সূত্রপাত বলিউড থেকেই। তবে অভিনয়ের থেকে নাচের জন্য বেশি বিখ্যাত তিনি। উপরন্তু আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এক নিমেষে অনেকটাই জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেছেন নোরা।