বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্যায় শুরু হওয়ার আগে সব থেকে বেশি আনন্দ রয়েছেন সম্ভাবত পাকিস্তান সমর্থকরা। তার কারণ হলো যে চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে প্রত্যাবর্তন করেছেন শাহিন আফ্রিদি। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এশিয়া কাপে তাকে ছাড়াই মাঠে নেমেছিল পাকিস্তান। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নামতে পারেননি শাহিন।
গত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত ঝুঁকি না নিয়ে তারকা পেসারকে দিয়ে মাত্র দুই ওভার বোলিং করানো হয়েছিল। ওই দুই ওভারে মাত্র ৭ রান দিয়েছিলেন শাহিন, কিন্তু কোনো উইকেট পাননি। আজ আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং দেখে স্বস্তিতে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।
আজ টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন দলে ফেরা বাবর আজম। গত প্রস্তুতি ম্যাচে তিনি আর মহম্মদ রিজওয়ান মাঠে নামেননি। আজ ২০ ওভার ব্যাট করে ১৫৪ রান পোর্টে তুলেছে আফগানরা। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা দুই ব্যাটার আজও আফগান ব্যাটিংকে ভরসা দিয়েছেন। ইব্রাহিম জাদরান ৩৫ রান করেছেন। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ বলে ৪১* করা আফগান অধিনায়ক মহম্মদ নবী আজ ৩৭ বলে অপরাজিত ৫১ রান করেছেন।
অপরদিকে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা স্বস্তি পেলেও চূড়ান্ত অস্বস্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে হারের পর গত ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে ফিরে এসেছেন তারা। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের যারা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী এবং নামিবিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। কিন্তু নেদারল্যান্ডসের সুপার টুয়েলভে যাওয়া এখনও নিশ্চিত নয়। তার কারণ হলো দুটি ম্যাচই তারা অত্যন্ত কম রানের ব্যবধানে জিতেছিল। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পেয়ে রান রেট অনেকটাই উন্নত করে নিয়েছে। আর নেদারল্যান্ডসের কাছে হারলেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারানোর কারণে নামিবিয়ার রান রেট গ্রুপে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে। গ্রুপের শেষ দুটি ম্যাচে যদি নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দেয় আর শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তাহলে নেদারল্যান্ডস প্রথম দুটি ম্যাচ জেতার পরেও সুপার টুয়েলভে উঠতে পারবে না একটিমাত্র হারের কারণে। কিন্তু শ্রীলঙ্কার জয় নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করা শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা পায়ে চোট পেয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। অনিশ্চিত প্রতিভাবান বোলার প্রমোদ মুধুশানের মাঠে নামাও। হ্যামস্ট্রিংয়ের চোটেই কাবু তিনি। তারা দুজনেই না থাকলে শ্রীলঙ্কার বোলিং লাইন আপ অনেকটাই দুর্বল হয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। এই অবস্থায় ফর্মে থাকা নেদারল্যান্ডসকে আটকানো দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের পক্ষে সম্ভব হবে কিনা সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।