বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে ট্রেনের ভাড়া বেশ কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরফলে, যারা নিয়মিত ট্রেনে করে ঘুরতে যান বা বিভিন্ন দরকারে দূরবর্তী স্থানে ভ্রমণ করেন তারা বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। বাজেট বেড়ে যাওয়ার ফলে অনেক মানুষ আছেন যারা বাতিল করছেন তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। এবার তাদের কথা ভেবেই নতুন পদক্ষেপ নিতে চলেছে আইআরসিটিসি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে ইএমআই এর মাধ্যমে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট! বর্তমান সময়ে ইএমআই এর মাধ্যমে গাড়ি-বাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস সবকিছুই কেনা যায়। কিন্তু ট্রেনের টিকিটের ক্ষেত্রে ইএমআই এক অভিনব ভাবনা। রেল সূত্রের খবর, IRCTC -র রেল কানেক্ট অ্যাপ ব্যবহার করে যদি কোন যাত্রী টিকিট কাটেন তাহলে তিনি পাবেন ইএমআই এর সুবিধা।
কিন্তু কোন যাত্রী যদি IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট কাটেন তাহলে কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। রেল কর্তৃপক্ষ যাত্রীদের এই ইএমআই সুবিধা দেওয়ার জন্য ক্যাশি নামক একটি আর্থিক সংস্থার সাথে চুক্তি করেছে। এর ফলে এবার থেকে যাত্রীরা ৩ থেকে ৬ মাসের ইএমআই এর মাধ্যমে কাটতে পারবেন ট্রেনের টিকিট।
উদাহরণ স্বরূপ বলা যায়, যদি কোন যাত্রী ১০ হাজার টাকার টিকিট কেটে থাকেন তাহলে তিনি সেই টিকিটের টাকা তিন থেকে ছয় মাসে ইএমআই এর মাধ্যমে শোধ করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীকে দিতে হবে অতিরিক্ত কিছু সুদ। রেলের তরফ থেকে আরো জানানো হয়েছে, ইএমআই এর সুবিধার জন্য যাত্রীদের অতিরিক্ত কোন ডকুমেন্টস দিতে হবে না।