সবাইকে ধমকে বেড়ান, এবার উরফি জাভেদের কাছে মুখ ঝামটা খেলেন জয়া বচ্চন

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘মাথা গরম’ মানুষদের মধ‍্যে একজন জয়া বচ্চন (Jaya Bachchan)। তাঁকে সবাই সমঝে চলেন। কারণে অকারণে যার তার দিকে আঙুল তুলতে এক মুহূর্তও ভাবেন না তিনি। এহেন জয়া বচ্চনকে এবার কষে ধমক লাগালেন উরফি জাভেদ (Urfi Javed)। দিলেন উচিত শিক্ষা।

ব‍্যাপারটা খোলসা করে বলা যাক। আসলে নেটমাধ‍্যমে প্রায়ই ভাইরাল হয় জয়ার ভিডিও। আর সেগুলোর প্রায় সবকটাতেই কাউকে না কাউকে ধমকাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক শপিং মলে পাপারাৎজিকে ধমকাতে চমকাতে দেখা গিয়েছে তাঁকে।

nnkndn
ভিডিওতে জয়াকে রীতিমতো ক্রুব্ধ স্বরে শাপশাপান্ত করতে শোনা যায়। পাপারাৎজি যাতে পড়ে যায়, সেই ইচ্ছাপ্রকাশ করেন তিনি। ভিডিও ভাইরাল হতেই রেগে আগুন উরফি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

উরফি লিখেছেন, ‘উনি কি সত‍্যিই বললেন, ‘আশা করব তোমরা পড়ে মরো’! আমরা যেন কেউ ওঁর মতো না হই, আমাদের সবার যেন উন্নতি হয়। সে ক‍্যামেরার পেছনে থাকুক বা সামনেই থাকুক। শুধু বয়সে আর ক্ষমতায় বড় হলেই সম্মান পাওয়া যায় না। ব‍্যবহার ভাল হলে তবেই সম্মান পাওয়া যায়।’

উরফি আরো লিখেছেন, ‘বিশ্বাস করুন, আমারো মাঝে মাঝে রাগ হয় যে আমি সবকিছুতে কেন মতামত দিই। আমি সামলাতে চাইলেও এই মুখটা বন্ধই হয় না। আমি জানি নিজের কাজের সুযোগ নষ্ট করছি কিন্তু মুখ বন্ধই রাখতে পারি না। আমার মতে, কোনো কিছুতে যায় না আসলে সেটা নিয়ে চুপ থাকা মানে সেটা বোঝায় যে আপনি কতটা নির্লিপ্ত। নিজেদের বাড়িতে জল, বিদ‍্যুৎ আসে বলে যাদের বাড়িতে আসে না তাদের কথা কেন ভাবব? সেরকম ব‍্যাপার হয়েছে!’

Urfi javed 2
উরফির মতামতকে সমর্থন করেছেন অনেকেই। কয়েকজন মন্তব‍্য করেছেন, উরফি এমনিতে ট্রোলড হন ঠিকই, কিন্তু উচিত কথাটা বলতে পিছপা হন না তিনি। জয়া এতদিনে বুঝবেন যে তাঁকেও ধমকানোর মতো মানুষ আছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর