‘বিন্দুমাসি’ এবার রাজনীতির ময়দানে, মহিলা সমিতির নেত্রী হচ্ছেন অনামিকা সাহা!

বাংলাহান্ট ডেস্ক: অনামিকা সাহা (Anamika Saha), নামটা শুনলেই অনেকের মনে আগে ভেসে উঠবে ‘বিন্দুমাসি’র মুখ। এখন তিনি মেগা সিরিয়ালের মিষ্টি ঠাম্মি হলেও বিন্দুমাসিকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। বাংলা সিনেমার সর্বকালের সেরা খলনায়িকা হিসাবে অনামিকা সাহার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মা, দিদিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কিন্তু তাঁর মূল জনপ্রিয়তাটা এসেছে খলনায়িকার চরিত্র থেকে।

এখন অবশ‍্য বহুদিন বড়পর্দাতে দেখা যায় না অনামিকা সাহাকে। আসে না খলনায়িকার চরিত্রও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাংলা সিরিয়ালে দিদা, ঠাকুমার চরিত্রে বেশি দেখা যাচ্ছে তাঁকে। এই মুহূর্তে যেমন জি বাংলায় ‘লালকুঠি’ সিরিয়ালে বিক্রমের ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

Anamika saha
তবে খুব শীঘ্রই আবারো সিনেমায় ফিরতে চলেছেন অনামিকা সাহা। তাও আবার নেতিবাচক চরিত্রে। পরিচালক অমিত দাশগুপ্তের ছবি ‘ফিরে আয়’তে একজন রাজনৈতিক ব‍্যক্তিত্ব রূপে দেখা যাবে তাঁকে। এক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছায়া মিত্রর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনামিকা সাহা।

ছবির বিষয়বস্তুর ব‍্যাপারে জানা যাচ্ছে, ছায়া মিত্রর সমাজদরদী মুখোশের আড়ালে তাঁর কুকীর্তির কাণ্ডকারখানা ফাঁস করে দিতেই আস্বাভাবিক মৃত‍্যু হয় এক মহিলা সাংবাদিকের‌। মৃত‍্যুর সঙ্গে জড়িয়ে কে বা কারা সেটার রহস‍্যদ্ঘাটন হবে ছবিতে। সেই সঙ্গে নেত্রী ছায়া মিত্রর দুমুখো রূপও তুলে ধরবেন পরিচালক।

সংবাদ মাধ‍্যমকে অনামিকা সাহা বলেন, খুব সময়োপযোগী গল্প। পরিচালক নতুন হলেও কাজ করে তাঁর বেশ ভাল লেগেছে। পাশাপাশি অনেকদিন পর আবারো এমন দাপুটে একটি চরিত্র পেয়েছেন তিনি। দর্শকরাও পুরনো অনামিকা সাহার ঝলক দেখতে পাবেন এই ছবিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর