অসমের পড়ুয়াদের বিনামূল্যে স্কুটি উপহার, দীপাবলির আগেই বড় ঘোষণা হিমন্ত সরকারের

বাংলাহান্ট ডেস্ক : অসম সরকার প্রায় 36,000 জন মেধাবী পড়ুয়াদের মধ্যে স্কুটার বিতরণ করবে। প্রাপ্ত পড়ুয়াদের তালিকায় অবশ্য বেশিরভাগই মেয়ে। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে স্কুটার বিতরণ করা হবে। বুধবার 258.9 কোটি টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়নের একটি প্রস্তাব রাজ্য মন্ত্রিসভা পাস করেছে।

শিক্ষামন্ত্রী রণোজ পেগু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পরে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেছেন, মোট 35,800 জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুটার দেওয়া হবে। এদের মধ্যে 29,748 জন মেয়ে যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগ পেয়েছে এবং 6,052 জন ছেলে যারা 75% নম্বর পেয়েছে । তিনি আরো বলেন, উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের লাইসেন্স এবং বীমার জন্য আর্থিক সহায়তাও দেবে।

এছাড়াও, মন্ত্রী জানান, অসম মন্ত্রিসভা প্রাদেশিক কলেজগুলিতে স্থায়ী বেতনের জন্য কর্মরত সহকারী অধ্যাপকদের মাসিক পারিশ্রমিক 55,000 হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, পর্যটন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া বলেছেন, মন্ত্রিসভা সমতলের পাহাড়ি উপজাতিদের এবং পাহাড়ের সমতল উপজাতিদের শংসাপত্র দেওয়ার নির্দেশিকাগুলির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

assam schools

জানা গিয়েছে, রাজ্য সরকার প্রদত্ত অর্থনৈতিক, শিক্ষাগত এবং কর্মসংস্থানের সুবিধাগুলি পেতে সাহায্য করার জন্য ‘মিশন ভূমিপুত্র’-এর অধীনে ডেপুটি কমিশনারদের দ্বারা জাতি শংসাপত্র জারি করা হবে। এছাড়াও, পর্যটন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া বলেন, রাজ্যে পর্যটক বাড়ানোর জন্য, হায়াত গ্রুপের দ্বারা কাজিরাঙ্গায় একটি হোটেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর