বাংলাহান্ট ডেস্ক: বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ঘটনায় রাজনৈতিক যোগ নিয়ে যখন বিভিন্ন মহলে বিতর্ক চলছে, তখন টলিপাড়ায় ঘটল আরেক অঘটন। সৌরভ বিসিসিআই সভাপতির পদ থেকে সরতেই বন্ধ হয়ে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) ছবির শুটিং।
পরিচালক হিসাবে নিজের প্রথম ছবিতে যে বিষয়টি নিয়ে কাজ করছিলেন রাহুল তার সঙ্গে সৌরভের যোগ ওতপ্রোত ভাবে। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক ম্যাচে সৌরভের ঐতিহাসিক শতরান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছবিতে। নামও তাই দেওয়া হয়েছে ‘কলকাতা ৯৬’। কিন্তু এখন এই ছবির ভবিষ্যৎ অন্ধকার।
রাহুল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রয়োজনার দায়িত্বে ছিলেন রানা সরকার। কিন্তু সৌরভ বোর্ড সভাপতির পদ থেকে সরতেই সিনেমা থেকে সরে দাঁড়ালেন রানা সরকার। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ছবিটি আর করবেন না তিনি।
কেন? সংবাদ মাধ্যমকে রানার উত্তর, সৌরভ লর্ডসে শতরান করায় কলকাতায় তিন দিন ধরে শোরগোল চলেছিল। সেটা ছবিতে রাখতে চেয়েছিলেন রাহুল। বিষয়টা শুনে নাকি ‘দাদা’ও কথা দিয়েছিলেন সে সময়কার কিছু ফুটেজ দেবেন। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। নিজেরা ওই মুহূর্তগুলো ফুটিয়ে তোলাও অসম্ভব। তাই তিনি বেরিয়ে যাচ্ছেন ছবিটি ছেড়ে।
শোনা গিয়েছিল, রাহুলের পরিচালনায় প্রথম ছবিতে উঠে আসবে এক পরিবারের গল্প। দক্ষিণ কলকাতার বাসিন্দা এক পরিবারের তিন দিনের গল্প নিয়ে ছবি তৈরি করছেন রাহুল। তিন দিনের মধ্যে একটি ছোট পরিবারে কী কী ঘটে যায় সেটাই ছবির মূল উপজীব্য।
সেই সঙ্গে রাহুল জানিয়েছিলেন, এই ছবির জন্য একজন শিশু শিল্পীর প্রয়োজন ছিল তাঁর। তখনি তাঁর খেয়াল আসে ছেলে সহজের কথা। বাবার নির্দেশনায় কাজ করবে সহজ। তাও আবার বাবার প্রথম ছবিতে। বিষয়টা খুবই গর্বের রাহুলের কাছে। সব দিক দিয়েই ছবিটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছিল। কিন্তু এখন এই ছবির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি রাহুল।