বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিসিসিআইয়ের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে সৌরভের মেয়াদকাল শেষ হয়ে শুরু হয়েছে রজার বিনি যুগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের মধ্যে।
এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের একবার বঞ্চনার শিকার হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিসিসিআই অবশ্য আগেই পরিষ্কার করে দিয়েছিল যে আইসিসি চেয়ারম্যানের লড়াইয়ে সৌরভের নামের মনোনয়ন তারা পেশ করছেন না। তাও শেষ মুহূর্ত অবধি আশায় বুক বেঁধে বসেছিলেন সৌরভ অনুগামীরা। কিন্তু সমস্ত আশাই শেষ পর্যন্ত বিফলে গেল। আজ আইসিসির চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও মহারাজের নাম নিয়ে কোনো প্রস্তাব রাখেনি বিসিসিআই।
এমনটা যে হতে চলেছে সেটা অনেক আগেই হয়তো অনুমান করে ফেলেছিলেন সৌরভ নিজে। তাই সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়ে দিয়েছিলেন যে ফের একবার সিএবি সভাপতি হওয়ার লড়াইয়ে তিনি সামিল হবেন। এক্ষেত্রে তাকে বাধা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় বলে মতামত বিশেষজ্ঞ মহলের। তবু এত দিন অবধি সকলেই এই নিয়ে আশঙ্কায় ছিলেন যে বিসিসিআই যদি সৌরভের নাম শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদের জন্য পাঠায় তাহলে কি সৌরভ নিজের বক্তব্য থেকে সরে এসে সিএবি সভাপতি হওয়ার জন্য লড়বেন না? কিন্তু আজকের পর আর তেমন কোনো আশঙ্কা রইল না।
আইসিসি চেয়ারম্যান পদের জন্য নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। ভারত থেকে ওই পদের জন্য কারণ নাম মনোনীত করা হয়নি। বর্তমানে আইসিসির চেয়ারম্যানের পদে রয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। তার আরও দু’বছর মেয়াদ বৃদ্ধির দাবিকে সমর্থন জানাবে বিসিসিআই।
অনেকে আশঙ্কা করেছিলেন যে প্রাক্তন আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের নাম প্রস্তাব করতে পারে বিসিসিআই। কিন্তু খুব সম্ভবত তার শারীরিক অসুস্থতা সেক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের ম্যাচ গড়াপেটা কাণ্ডে তার জামাই গুরুনাথ মায়াপ্পন এবং তার দল চেন্নাই সুপার কিংস জড়িত হওয়ার পরে তাকে অপসারিত করা হয়েছিল। কিন্তু অনেকে এখনো মনে করেন যে ভারতীয় ক্রিকেটে এখনো ভেতরে ভেতরে তার একটা বড় প্রভাব রয়ে গেছে যার ফলস্বরূপ সৌরভের অপসারণের সিদ্ধান্ত এত সহজে নিতে পেরেছে বিসিসিআই।