বাংলাহান্ট ডেস্ক : বাংলার মুকুটে নতুন পালক। পর্যটন ক্ষেত্রে এবার আন্তর্জাতিক সম্মান পেল বাংলা। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (World Tourism Organization) পর্যটনে সেরা, সংস্কৃতির সেরা পীঠস্থান (Best Destination For Culture) হিসেবে বেছে নিল বাংলাকে। সেই পুরস্কার গ্রহণ করতে আগামী মার্চ মাসে বার্লিন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খুশির খবর আগেই নিজের টুইটার একাউন্ট থেকে সবাইকে জানান মুখ্যমন্ত্রী। আজ উত্তরবঙ্গ সফরে একটি সভা থেকে ফের একবার তিনি জানালেন এই খবর। তার আমলে বাংলার পর্যটনে কি পরিমান উন্নতি হয়েছে সেই কথা বলতে গিয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গ বাংলার পর্যটন শিল্পে একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা দেশ তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা আসছেন। উত্তরবঙ্গের পর্যটন শিল্পের কথা ভেবেই তৈরি করা হয়েছে বেঙ্গল সাফারি (Bengal Safari), গজল ডোবার (Gajaldoba) ভোরের আলো, লামাহাটা (Lamahata) সহ একাধিক টুরিস্ট স্পট।”
এর সাথে তার আরো বক্তব্য, “পশ্চিমবঙ্গকে ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে। আগামী মার্চ মাসে আমি বার্লিন যাচ্ছি পুরস্কার আনতে। উত্তরবঙ্গ আরো ভালোভাবে সেজে উঠুক আমি চাই। উত্তরবঙ্গে প্রচুর পর্যটক আসছেন। আরো বড় করা হোক কালিম্পং ও দার্জিলিংকে। এছাড়াও নকশালবাড়ি (Naxalbari) , মাটিগাড়া ও জলপাইগুড়ি জেলাতেই অনেক জায়গা আছে যা পর্যটকদের আকর্ষণ করছে।”
করোনা মহামারীর পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। সরকারিভাবেও চেষ্টা চালানো হচ্ছে যাতে দেশ-বিদেশ থেকে এখানে পর্যটকেরা ঘুরতে আসেন। ঠিক এই সময় ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের “বেস্ট ডেস্টিনেশন ফর কালচার এওয়ার্ড” পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে আশা করা যায়।