বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিসিসিআইয়ের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে সৌরভের মেয়াদকাল শেষ হয়ে শুরু হয়েছে রজার বিনি যুগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের মধ্যে।
এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের একবার বঞ্চনার শিকার হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিসিসিআই অবশ্য আগেই পরিষ্কার করে দিয়েছিল যে আইসিসি চেয়ারম্যানের লড়াইয়ে সৌরভের নামের মনোনয়ন তারা পেশ করছেন না। তাও শেষ মুহূর্ত অবধি আশায় বুক বেঁধে বসেছিলেন সৌরভ অনুগামীরা। কিন্তু সমস্ত আশাই শেষ পর্যন্ত বিফলে গেল। আজ আইসিসির চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও মহারাজের নাম নিয়ে কোনো প্রস্তাব রাখেনি বিসিসিআই।
এবারে এই বিষয় নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গ সফরের আগে তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বার্তা দিয়েছিলেন যেন সৌরভকে আইসিসিতে পাঠানোর বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবে দেখে। বলাই বাহুল্য তার অনুরোধে কোন কাজ হয়নি। বিসিসিআই বর্তমান চেয়ারম্যান ক্রেগ বার্কলেকে সমর্থন করে তার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সহমত হয়েছে।
সৌরভকে এই বঞ্চনার শিকার বানানোর জন্য এবার সরাসরি বিজেপি সরকার কে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেছেন, “আমার খুব খারাপ লাগছে আজ আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। কেন সৌরভের নাম পাঠানো হল না আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য? কি কারণে ওকে বাদ দেওয়া হল! শরদ পাওয়ার গিয়েছিলেন, জগমোহন ডালমিয়া গিয়েছিলেন, সৌরভও এই দায়িত্ব পেলে ভারতের গর্ব বাড়তো। কার স্বার্থরক্ষার জন্য এই কাজটা করা হলো? এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করা হলো সৌরভের বিরুদ্ধে।
তিনি আরও বলেছেন, “সৌরভ একটা ভদ্রছেলে বলে ও এই নিয়ে বাড়াবাড়ি করলো না। অন্য কেউ হলে এত সহজে ছাড়তো না। আজ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটা দুঃখের দিন। তবে ও বাঙালি বলে আমি এসব বলছি না, সচিন বা আজহারের সাথে এমন হলে তখনও একই কথা বলতাম।”