“ও একাই বিশ্বকাপ জেতাবে ভারতকে”, ভারতীয় তারকা ক্রিকেটারকে নিয়ে আশাবাদী শেন ওয়াটসন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন শেন ওয়াটসন। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের তিনি খুব বেশি সাফল্য না পেলেও সীমিত ওভারের ফরম্যাটে তিনি অস্ট্রেলিয়া দলে একসময় অপরিহার্য হয়ে উঠেছিলেন। ব্যাট হাতে ওপেনিং এবং বল হাতে ওডিআই ক্রিকেটে ১০ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভার বল করার ক্ষমতা রাখতেন তিনি। সম্প্রতি এই প্রাক্তন অজয় অলরাউনডার ইট সার্টিফিকেট দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

হার্দিককে যদিও ওয়াটসনের ভারতীয় সংস্করণ বলা যাবে না। ওয়াটসন ব্যাট হাতে বেশিরভাগ সময়েই ওপেন করতেন বা টপ অর্ডারে ব্যাটিং করতেন। উল্টোদিকে হার্দিক পান্ডিয়া মূলত মাঝের ওভার গুলিতে ব্যথাতে নামেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই একজন ফিনিশারের ভূমিকা পালন করেন। যদিও দুজনেই নিজ নিজ জায়গায় আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। দুজনের বোলিংয়েও তফাৎ রয়েছে অনেক। তাও হার্দিক পান্ডিয়াকে একজন ম্যাচ উইনার বলে মন্তব্য করেছেন ওয়াটসন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হার্দিকের প্রসঙ্গে তিনি বলেছেন, “আর্থিক একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। নিয়মিতভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা, গতিতে বোলিং করতে পারে। ব্যাট হাতে ও প্রতিনিয়ত উন্নতি করছে। ওকে এখন আর শুধু ফিনিশার বলা যায় না। ও এখন অনেক পরিণত। আইপিএল এবং আইপিএলের পর ভারতীয় দলের হয়ে ওর পারফরমেন্সই এই কথার প্রমাণ।”

hardik rohit india

তিনি আরো যোগ করে বলেছেন, “ওর মধ্যে বল হাতে উইকেট তোলার ক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে রানও আটকে রাখতে পারে। ও পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের অন্যান্য ক্ষেত্রগুলোতেও অনেক উন্নতি করেছে। ও ভারতকে একার হাতে বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখে। ম্যাচ উইনার বলতে যা বোঝায় হার্দিক যথার্থই সেই ক্রিকেটার।”

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের জন্য নিজের সেরা ছন্দে ছিলেননা হার্দিক। তারপর বেশ কিছুদিন মাঠের বাইরে থেকে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করে নিজেকে ফের সুস্থ করে তুলেছেন এই তারকা অলরাউন্ডার। তারপর থেকে আইপিএল হোক বা ভারতীয় দল সব জায়গাতেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে জুনিয়র পান্ডিয়া। ভারতীয় দল বিশ্বকাপে কতটা সফল হবে তা অনেকটাই নির্ভর করছে হার্দিকের ফর্মের ওপর।

Reetabrata Deb

সম্পর্কিত খবর