লটারিতে ২৮ কোটির বাড়ি জিতে উড়েছিল ঘুম! ৪০ কোটিতে বিক্রি করে হাঁফ ছেড়ে বাঁচলেন দম্পতি

বাংলা হান্ট ডেস্ক: একটি লটারি (Lottery) জিতেই রীতিমতো ভাগ্য ঘুরে যায় এক দম্পতির। এমনকি, ২৮ কোটির বাড়ি জিতে প্রথমে বিশ্বাসই করতে চান নি তাঁরা। কিন্তু, সেই বাড়িতেই মাত্র দু’মাসও থাকা গেল না। শুধু তাই নয়, বহুমূল্য বাড়ির মায়া পরিত্যাগ করে তাঁরা আপাতত ফিরে গিয়েছেন তাঁদের পুরোনো বাড়িতেই। প্রথমে শুনে কিছুটা অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে প্রবাসী ভারতীয় উত্তম পারমার ও তাঁর স্ত্রী রাকির সাথে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের কর্নওয়ালে ক্যামেল নদীর ধারে তারকাদের পাড়ায় একটি ছবির মতো সুন্দর বাড়ি লটারির মারফত জিতেছিলেন তাঁরা। পাশাপাশি, বাড়িটির সমস্তরকম ব্যয়ভারের দায়িত্ব নিয়েছিল লটারি সংস্থাটি। শুধু তাই নয়, বাড়িটিতে বসবাসের ক্ষেত্রে উত্তমকে ৪৬ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল লটারি সংস্থার তরফে। কিন্তু, শেষ পর্যন্ত ওই বাড়িটি ছাড়তে বাধ্য হন তাঁরা। পাশাপাশি বাড়িটি বিক্রির জন্য একটি অনলাইন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন উত্তম।

এমতাবস্থায়, লটারিতে পাওয়া ২৮ কোটির বাড়িটি ৪০ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিকে, এই বাড়িটি জেতার প্রসঙ্গে উত্তম জানান, ‘‘এখনও এই ঘটনা আমার কাছে অবিশ্বাস্য। চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে, ঘুমিয়ে আছি কি না। কারণ কর্নওয়ালের এই এলাকায় একটি বাড়ি তৈরি করা আমার বহুদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যে এভাবে পূরণ হবে তা ভাবতে পারিনি।’’

এদিকে, ওই অত্যাধুনিক বাড়িটিতে রয়েছে সবরকমের সুবিধা। পাশাপাশি, বাড়িটির ছাদ থেকে শুরু করে দেওয়াল সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চারটি বেডরুম ছাড়াও, বাড়িটিতে বড় হল ঘর, বসার ঘর, খাবার ঘর এমনকি একটি স্টাডি রুমও রয়েছে। এমতাবস্থায়, ছেলে আরন এবং স্ত্রী রাকিকে নিয়ে তিন সদস্যের এই পরিবারের কাছে এই বাড়ি রীতিমতো প্রকান্ড ছিল।

যদিও, সেই বাড়ি ছেড়ে সপরিবারে সম্প্রতি লেস্টারশায়ারে ফিরে এসেছেন উত্তম এবং তাঁর পরিবার। এই প্রসঙ্গে রাকির কথায়, ‘‘অভিজাত পাড়ায় এবং দামি বাড়িতে থাকার ক্ষেত্রে কিছু মূল্য দিতে হয়। তাই, সেই বিপুল পরিমান খরচ জোগানোর ক্ষমতা নেই আমাদের।’’ পাশাপাশি, উত্তম জানিয়েছেন, বাড়ির রক্ষণাবেক্ষণের খরচের ভার বহন করা কঠিন হত তাঁদের পক্ষে। তাই বাধ্য হয়েই বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

1 No4 Uttam Parmar winner of the Cornwall Omaze Million Pound House Draw with wife Raki and son Aaron

উল্লেখ্য যে, ওই বাড়িটি যেমন দেখতে সুন্দর, তেমনই সেটির চারপাশের নৈস্বর্গিক দৃশ্যও আকৃষ্ট করে সবাইকে। বাড়িটির সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি রয়েছে। সর্বোপরি, ঠিক তার সামনেই ক্যামেল নদী বয়ে গিয়েছে। এছাড়াও, একাধিক তারকাদের বাসও রয়েছে ওই পাড়ায়। জানা গিয়েছে, উল্টো দিকের জমিতেই বাড়ি রয়েছে বিখ্যাত শেফ গর্ডন রামসের। এর পাশাপাশি, বেশ কিছু হলিউড তারকারাও থাকেন ওই পাড়ায়। তবে, ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত ওই বাড়ির মায়া ত্যাগ করেছেন উত্তম এবং রাকি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর