বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক রজার বিনি। জয় শাহের ভারতীয় দলের এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যাওয়া এবং পাকিস্তানের বদলে অন্য ভেন্যুতে ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের মন্তব্য নিয়ে সম্প্রতি যে বিতর্ক আরম্ভ হয়েছে সেই নিয়ে এবার মুখ খুলেছেন নব নির্বাচিত বিসিসিআই সভাপতি।
তিনি বলেছেন, বিসিসিআইয়ের পক্ষে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না সে বিষয়ে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া কোনওদিন সম্ভব নয়। কারণ এই ধরনের বিষয় আসলে সেই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া এবং দলকে সেই দেশে পাঠানো ব্যাপারটা সম্পূর্ণভাবে নির্ভর করে দেশের সরকারের ওপর। এটাই বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রজার বিনি স্পষ্ট করে দিয়েছেন।
এখানে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি ইভেন্টে বক্তৃতা করে, বিনি বলেছিলেন, “সরকারের কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই আমরা সেটা নিয়ে ভাববো। আমরা নিজেরা এই জটিল বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। দেশের সরকারের সিদ্ধান্তের ওপর আমাদের নির্ভর করতে হবে। আমরা এখনও তাদের কাছে সঙ্গে যোগাযোগ করিনি এই ব্যাপার নিয়ে।”
জয় শাহর বক্তব্যর পাল্টা দিয়ে পিসিবি ২০২৩ ওডিআই বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু পিসিবির এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানিয়েছেন, “অন্য কোনো পক্ষের কথা শুনছে না ভারত। যে কোনও ক্রীড়াক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে যার মধ্যে ক্রিকেট অন্যতম। আগামী বছর ভারত ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে এবং সকল বড় দলগুলোকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।”
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুরাগ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন এখনো রয়েছে। তাই ভারতীয় দল ওখানে খেলতে যাবে কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু ক্রিকেট নয় যে কোনো ক্ষেত্রেই ভারত নিজস্ব মতামত সামনে রেখে চলবে এবং অন্য কারো দ্বারা প্রভাবিত হবে না।”