বাংলাহান্ট ডেস্ক : অটোর (Auto) ছাদের উপর বাগান! অবাক হচ্ছেন ? দিল্লির একজন অটো চালকের এই আকর্ষণীয় আইডিয়ার জন্য অটোর ছাদের বাগানটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখা যাচ্ছে, গরমের হাত থেকে বাঁচতে চালক তার গাড়ির উপরে একটি ‘মিনি বাগান’ তৈরি করেছেন। আর সেই কারণেই টুইটারে শেয়ার করা অটোর ছবি মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি করেছে।
আইএএস অফিসার সুপ্রিয়া সাহু ছবিগুলি টুইটারে পোস্ট করেছেন। তিনি বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা করার জন্য ছবির সাথে একটি ক্যাপশনে কিছু কথাও লিখেছেন। তিনি টুইট করেছেন, “আজই দিল্লিতে ইন্ডিয়া গেটে এক বন্ধু ক্লিক করেছেন। মহেন্দ্র কুমার নামের এক অটো চালক, নিজেকে এবং যাত্রীদের গরমের হাত থেকে রক্ষা করার জন্য একটু ঠান্ডা অনুভূতির আশায় তার অটোর ছাদে একটি মিনি বাগান গড়ে তুলেছেন৷ আমেজিং ইন্ডিয়ান,” ।
তিনি তার পোস্টে দুটি হ্যাশট্যাগও যোগ করেছেন, সেগুলো হল #ক্লাইমেট্যাকশন এবং #কুলঅটো।
পোস্টটি কয়েকদিন আগে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে টুইটারে এই পোষ্টটির লাইক সংখ্যা ছুঁয়েছে প্রায় 1,500। টুইটারে এই পোস্ট দেখার পর বহু মানুষ নানারকম মন্তব্য করেছেন।
Just clicked by a friend at India Gate today in Delhi, Mahendra Kumar,an enterprising auto driver,has grown a mini garden on the roof of his auto to protect himself & passengers from the heat creating a mini AC effect. Amazing Indians #climateaction #coolauto pic.twitter.com/5civ50MBQI
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 14, 2022
একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন “আমি তাকে আমার কলেজের (জাকির হোসেন দিল্লি কলেজের) সামনে অনেকবার দেখেছি, একবার আমি আমার কলেজ থেকে সিপি পর্যন্ত তার অটোতে চড়েছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তাকে এবং তার মহান উদ্যোগকে সমর্থন করা।” অন্য একজন লিখেছেন “হ্যাঁ, এটা আশ্চর্যজনক উদ্ভাবনী ধারণা” । আরো এক নেটিজেনের কথায় “সিপি রাস্তায় এই অটো দেখেছি, বুদ্ধিমান।” সব মিলিয়ে, অটোর ছাদে তৈরী মিনি বাগানের জন্য লোকজনের উৎসাহ উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে।