বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের তারকা এবং অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংয়ের অপরাজিত ৬৬ রানে ভর করে আয়ারল্যান্ড শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের জন্য যোগ্যতা অর্জন করে। গোটা বিশ্বকে হতবাক করে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একটি হারিয়ে দিয়ে তারা পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে।
এদিন যদিও টসে জয় পেয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একেবারেই ভালো হয়নি। পাওয়ার প্লে চলাকালীন ২৭ রানের মধ্যে তারা ২ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছিলেন ব্রেন্ডন কিং। মূলত তার ব্যাটিংয়ে ভর করেই এগিয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস।
কিন্তু আয়ারল্যান্ডের সুশৃঙ্খল বোলিং আক্রমণের সামনে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ব্যাট করে মাত্র ৫ উইকেট হারিয়েও ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। ব্রেন্ডন কিং ৪৮ বলে ১টি ছক্কা ও ৬টি চার সহ ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে ওডেন স্মিথের ১৯ রানের ক্যামিওতে ভর করে স্কোরবোর্ডে এটুকু রান তুলতে পেরেছিল ক্যারিবিয়ানরা। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন আয়ারল্যান্ডের গ্যারেথ ডিলেনি।
এরপর ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ব্যাটারদের তান্ডবের সামনে খড়কুটোর মতন উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ওপেন করতে নেমে ৪৮ বল খেলে ৬৬ রানে অপরাজিত থাকেন পল স্টার্লিং। ২৩ বলে ৩৭ রান করে আউট হয়েছিলেন অধিনায়ক অ্যান্ড্রু বেলবার্নি। লকর্ন টাকার ৩৫ বলে ৪৫ রান করে ম্যাচ ফিনিশ করেন।
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়ে হতাশ ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। তিনি ম্যাচের পর জানান, “আমরা নিজেদের তো বটেই, ভক্তদেরও হতাশ করেছি। নিঃসন্দেহে সকলে যন্ত্রণার মধ্যে রয়েছেন। আমার নিজের পারফরম্যান্সও অনেকটা হতাশাজনক ছিল।” প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর জিম্বাবোয়েকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতে কোনও লাভ হল না শেষপর্যন্ত।