বাংলাহান্ট ডেস্ক : আবারও বঙ্গ রাজনীতিতে আলোড়ন তুলেছে সিঙ্গুর (Singur) সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল স্লোগান হল ‘জমি চোর বুদ্ধ’ (#JomiChorBuddho)। সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর সোশ্যাল মিডিয়ায় এমনই হ্যাশট্যাগ ব্যবহার করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এবার সেই হ্যাশট্যাগ ব্যবহারের আর্জি জানালেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও।
শুক্রবার সকাল থেকেই টুইটারে ‘#JomiChorBuddho’ লিখে বিভিন্ন পোস্ট করতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। একাধিক পুরনো ছবি, পুরনো সংবাদমাধ্যমের প্রতিবেদনের ছবি পোস্ট করেছেন। কেউ কেউ আবার একধাপ এগিয়ে টুইটারে নিজেদের নামের জায়গায় ‘#JomiChorBuddho’ করে দিয়েছেন।
তেমনই একজন অভিযোগ করেন, ‘সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, বুদ্ধবাবু অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যর জমি অধিগ্রহণ সম্পূর্ণ অগণতান্ত্রিক ছিল। কোনওক্ষেত্রেই চাষিদের সঙ্গে আলোচনা করা হয়নি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষকদের অনুমতি চাওয়া হয়নি, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সংক্ষেপে বলতে গেলে কম দামে তাঁরা জমি একরকম চুরি করেই নিয়েছেন। ‘
তৃণমূলের একটি ফ্যানপেজের পক্ষ থেকে আবার বলা হয়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়: সকলকে জমি ফিরিয়েছেন। সিপিএম: মানুষের জমি চুরি করেছে।’ ওই ফ্যানপেজের অপর একটি পোস্টে আবার লেখা হয়, ‘চাষিদের উপর অত্যাচার, ধর্ষণ; পুলিস দিয়ে অত্যাচার; সিপিএমের ক্যাডার দিয়ে অত্যাচার – সিঙ্গুরে কিছুই বাকি রাখেননি #জমি চোর বুদ্ধ।’
এই বিষয়ে ফেসবুকে পোস্ট করেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। তৃণমূলের এই যুব নেতা বৃহস্পতিবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘জমি চোর’ বলে আক্রমণ শানান। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্টও করেন তৃণমূলের মুখপাত্র। টুইটারে ‘#JomiChorBuddho’ (‘জমি চোর বুদ্ধ’) হ্যাশট্যাগ ট্রেন্ডংয়ের ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, ‘ভারত জুড়ে রব উঠেছে #JomiChorBuddho আপনিও সামিল হোন।’
সিঙ্গুরও ভাই দিচ্ছে রায়..
টাটা তাড়ানো বামের দায়।#JomiChorBuddho pic.twitter.com/EBzJh5Mkt5— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) October 21, 2022
গত বুধবার শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে তৃণমূল তাড়ায়নি। বরং সিপিআইএম তাড়িয়েছিল। তিনি বলেন, ‘কেউ কেউ বাজে কথা বলছে। তাঁরা বলছেন, টাটাকে নাকি আমি তাড়়িয়েছি। আর টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। তাড়িয়েছে সিপিএম। সিপিআইএম-এর লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন।’