পুলিসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হিন্দি গানে তরুণীদের নাচ! বিতর্ক বাঁকুড়ায়

বাংলাহান্ট ডেস্ক : গোটা রাজ্য জুড়েই চলছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সৃষ্টি হচ্ছে একাধিক বিতর্কও। এরই মধ্যে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করল বাঁকুড়া (Bankura) জেলা পুলিস। এতদূর ঠিক ছিল। কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল একদল যুবতী উঠে হিন্দি গানে উদ্দাম নাচছেন। আর সেই দেখে আনন্দ নিচ্ছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় এঔ দৃশ্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়।

মঞ্চে চটুল গানে উদ্দাম নৃত্য করছেন একদল যুবতী। বাঁকুড়া পুলিসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের এই ভিডিও দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেট নাগরিকরা। ভিডিও টি ইতিমধ্যেই ভাইরাল। একাধিক কমেন্টও এসেছে ওই ভিডিওটিকে ঘিরে। এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘যে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির দায়ে পুরো শিক্ষা দফতর জেলে, অর্পিতা, বৈশাখী তে মিনিস্টাররা মত্ত সেই রাজ্যে আইন নাই… সেখানে এমনিই অনুষ্ঠান হয় l’

রীতিমতো মতো ক্ষোভ উগরে দেন নেগরিকদের মধ্যে। অপর এক ব্যক্তি বলেন, ‘সরকারের টাকার শ্রাদ্ধানুষ্টানে এরকম ড্রেস কোড খুবই খারাপ সরকারের রিজার্ভ নর্তকীদের (মহানায়িকা, কন্ডোম স্টার) দিয়ে করালে খুব মানান সই হতো। পশ্চিমবঙ্গ পুলিসের সমাজ সচেতন অনুষ্ঠানে।’

সন্তশ্রী চক্রবর্তী নামের এক মহিলা বলেন, ‘এর সাথে আমি বাংলা,বাঙালির পূজা, রুচিশীল বাঙালি, আবহমান কাল থেকে চলে আসা বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের সম্পর্ক খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ প্রনব মাহাতো নামে এক ব্যক্তি আবার তোপ দেগেছেন তৃণমূলকে। তিনি লেখেন, ‘যেখানে জেলা পুলিসের র ব্যানারে যেখানে বাংলার ভাইপোর ছবি দেওয়া থাকে সেখানে এর থেকে ভালো সমাজ সচেতন মূলক অনুষ্ঠান করা বিলাসিতা মাত্র।’


Avatar
Sudipto

সম্পর্কিত খবর