জুতো খুলে রেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! ‘রাম সেতু’র প্রচারে মন জিতলেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: লাগাতার ফ্লপের পর ফের বক্স অফিসে পরীক্ষার মুখে অক্ষয় কুমার (Akshay Kumar)। আর চার দিন পরেই দিওয়ালি উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘রাম সেতু’ (Ram Setu)। শ্রীরামের নাম নিয়ে টিজার, ট্রেলার দুটোতেই প্রশংসা কুড়িয়েছেন আক্কি। এবার মাঠে নামার পালা। সেখানে চার, ছয় মারেন নাকি বোল্ড আউট হন সেটাই দেখার অপেক্ষা।

বছরে একাধিক ছবি মুক্তি পায় অক্ষয়ের। বিশেষ করে লকডাউনের পর থেকে কয়েক মাস অন্তর অন্তর এক একটি ছবি রিলিজ করছেন তিনি। কিন্তু বিগত তিন চারটি ছবির মধ‍্যে একটিতেও লাভের মুখ দেখেননি অক্ষয়। বিশেষ করে ‘রক্ষা বন্ধন’ রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তারপর দক্ষিণী ছবি ‘রতশাসন’ এর হিন্দি সংষ্করণ ‘কাঠপুতলি’ রিলিজ করেছিল OTT প্ল‍্যাটফর্মে।

Akshay ram setu
তবে রাম সেতু মুক্তি পাবে বড়পর্দাতেই। তাই প্রচারে ব‍্যস্ত অক্ষয়। এমনি এক প্রচার অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ গানটি গাইতে দেখা যায় তাঁকে। তবে অক্ষয়ের একটি কাজ নজর কেড়েছে নেটিজেনদের। গান গাওয়ার জন‍্য মঞ্চে ওঠার আগে জুতো খুলে রাখেন অক্ষয়। ব‍্যাকগ্রাউন্ডে গান চলার সঙ্গে সঙ্গে গলা মেলান অভিনেতাও। অক্ষয়ের উচ্ছ্বাস দেখে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতাও।

কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছিল রাম সেতুর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, রাম সেতু ধ্বংস করে দেওয়ার অনুমতি পাশ হয়ে গিয়েছে। তার আগেই অক্ষয় ও তাঁর টিমকে পাঠানো হয় রাম সেতুর বাস্তবতা প্রমাণ করার জন‍্য। তারপর নানান ঘটনার মধ‍্যে দিয়ে যায় ট্রেলার। শেষে দেখানো হয়, অক্ষয় জলের উপর দিয়ে হেঁটে আসছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘দুনিয়ায় শ্রীরামের মন্দির অনেক আছে। কিন্তু সেতু একটাই।’

ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, যিনি আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন। শেষমেষ রাম সেতুকে অক্ষয় ও তাঁর দলবল বাঁচাতে পারবে কিনা তা জানা যাবে আগামী ২৫ অক্টোবর। ওইদিনই হলে মুক্তি পাবে রাম সেতু।

Niranjana Nag

সম্পর্কিত খবর