“এমনটা বলা যায় না”, জয় শাহকে বাউন্সার দিলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শা ভারতের ক্রিকেট দলের পাকিস্তান যাওয়া নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে। তিনি জানিয়েছিলেন যে ২০২৩ এশিয়া কাপ যা পাকিস্তানের ক্রিকেট বোর্ড আয়োজন করার দায়িত্ব পেয়েছে, সেটি তে অংশগ্রহণ করতে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে পা রাখবে না। এই মন্তব্যের পর এই পাকিস্তানের ক্রিকেট ভক্তরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন।

বিসিসিআই সচিব জানিয়েছিলেন যে টুর্নামেন্টটি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে তাতে কোনও সন্দেহ নেই। তারা শুধুমাত্র এটাই চেষ্টা করবে যাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে পাকিস্তানের বদলে কোনো নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টের আয়োজন করা যায় যেখানে ভারতীয় দলের যেতে কোন সমস্যা থাকবে না।

jay shah pcb

কিন্তু তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি একটি অফিশিয়াল বিবৃতি জারি করে জানিয়েছিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয় শাহ যে বক্তব্য রেখেছেন তার ভিত্তিতে একটি জরুরি বৈঠক আয়োজন করার। বিসিসিআই সেক্রেটারি যদি নিজের বক্তব্য থেকে সরে না আসেন তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপ, যা ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে, সেই টুর্নামেন্টটি বয়কট করারও ডাক দিয়েছিল পিসিবি। বলাই বাহুল্য তেমন কোনো বৈঠক আয়োজনের চেষ্টা এখন অবধি দেখা যায়নি। উল্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হুমকির পাল্টা জবাব দিয়ে ভারতীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়ে দিয়েছিলেন যে ভারত কারোর সাথে আপস করবে না এবং পরের বছর প্রত্যেকটি বড় দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতের মাটিতে পা রাখতেই হবে।

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম। তিনি একটি বক্তব্য জানিয়েছেন, “ভারত কখনোই সিদ্ধান্ত নিতে পারে না যে পাকিস্তান কিভাবে ক্রিকেট খেলবে। গত ১০-১৫ বছর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয়নি ঠিকই, কিন্তু ধীরে ধীরে সমস্ত দলগুলির আবার পাকিস্তানের ক্রিকেট খেলতে আসছে। কোনও নির্দিষ্ট দলের সমস্যা থাকা উচিত নয় এই নিয়ে।”

তিনি আরও যোগ করে বলেছেন, “আপনি যদি জয় শাহর মতন বক্তব্য রাখেন তাহলে আপনার এতটুকু সৌজন্য বোধ রাখা উচিত যে তারপর আমাদের দেশের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলে একটি বৈঠক আয়োজন করার যেখানে এই সমস্ত ব্যাপার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি হঠাৎ করেই ‘পাকিস্থানে আসবেন না’ জাতীয় মন্তব্য করতে পারেন না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে ভেবেচিন্তেই এই টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দিয়েছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর