বাংলাহান্ট ডেস্ক : রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ। কালীপুজোর আগেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরে। যার নাম দেওয়া হয়েছে সিত্রাং (Cyclone Sitrang)। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ২২ অক্টোবর তৈরি হতে পারে বলে খবর। তবে এর অভিমুখ কোনদিকে হবে তা এখনও স্পষ্ট নয়। তা পরিষ্কার হলেই বোঝা যাবে, বাংলায় দীপাবলির সময় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কতখানি পড়বে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : ভোরের দিকে হালকা উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে বুধবার থেকে। ফলে শীতের আমেজ পাচ্ছেন বঙ্গবাসী। যদিও এখনই শীতের কোনও সম্ভাবনার কথা হাওয়া অফিস জানায়নি। হাওয়া অফিস জানাচ্ছে, সমুদ্রস্তরে তাপমাত্রা বৃদ্ধির জন্য ঘূর্ণিঝড় তৈরি হয়।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। আর বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়াবে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর তার অভিমুখের উপরই নির্ভর করবে, বাংলায় তার প্রভাব কতখানি হবে। যদিও আগে থাকতেই প্রশাসনের তরফে সমস্তরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে। বুধবার এবিষয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসককে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত উপকূলীয় জেলার জেলাশাসকদের।
আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘ইতিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে। ২২ তারিখ নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা থেকে বোঝা যাবে বাংলায় এর প্রভাব কতটা পড়বে।’
সাইক্লোন আপডেট : গভীর নিম্নচাপের জেরে ২৩ অক্টোবর থেকেই ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আগামী ২৫ অক্টোবর অবধি বৃষ্টিপাত চলবে এই বৃষ্টি। রাজ্যে বৃষ্টিপাত শুরু হবে ২৪ অক্টোবর থেকে, প্রভাব থাকবে ২৬ অক্টোবর অবধি। রাজ্যের উপকূলবর্তী এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার অবধি হবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।