দেবীর মুণ্ড মালায় শোভা পাচ্ছে বিরোধীদের মাথা! স্বামীজি পল্লির কালী পুজোর থিমে মমতার জীবনী

বাংলাহান্ট ডেস্ক : অভিনব পুজো উদ্যোগ! স্বামীজি পল্লি অধিবাসীবৃন্দের কালী পুজোয় (Kali Puja 2022) এ বার রয়েছে একাধিক চমক। বাগুইআটির এই পুজো এবার ১৬ বছরে পা দিল। এ বারে তাঁদের থিম ‘কালীঘাটের অগ্নিকন্যা।’

পুজো কমিটির সদস্য শুভজিৎ সাহা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতেই এই থিম। গোটা মণ্ডপ জুড়ে উঠে এসেছে তাঁর জীবন সংগ্রাম। উদ্যোক্তারা জানান, মণ্ডপে মডেলের মাধ্যমে জন্ম থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জীবন কাহিনি বর্ণিত রয়েছে।

এই মণ্ডপে দেখতে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্প বয়সের জীবনের যাবতীয় সংগ্রামও। রয়েছে বিরোধী নেত্রী হিসাবে তাঁর লড়াইয়ের কাহিনি। পাশাপাশি অন্যদিকে রয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে অর্জন করা একের পর এক সাফল্যের কাহিনিও। এমনি দুধ বিক্রি করে জীবিকা নির্বাহের কথাও তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপটিকে বাইরে থেকে দেখলে মনে হবে ঠিক যেন কালীঘাটের মন্দির। জানা গিয়েছে, তাঁর মধ্যেই চিত্রিত হয়েছে মুখ্যমন্ত্রীর জীবন কাহিনি।

তবে মূর্তির রূপে খুব একটা পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। মূর্তি তৈরি হয়েছে কালীঘাটের মূর্তির আদলেই। এখানেই শেষ নয়। চমক ছিল খুঁটি পুজোতেও। এক সদস্যের কথায়, খুঁটি পুজোর দিনে দেবীর গলার মুণ্ড মালায় শোভা পায় বেশ কিছু বিখ্যাত ব্যক্তির মুখ। এই ব্যক্তিরা মূলত রাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার চালিয়ে গেছেন দীর্ঘদিন ধরে। রটিয়েছেন কুৎসাও। তেমনই কয়েক জনের মাথা দিয়ে সে দিন সাজানো হয় দেবীর মুণ্ড মালা।

এই পুজোর উদ্বোধন আজ ২২ নভেম্বরই। মণ্ডপে প্রতিমা থাকবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। এর মধ্যে সেখানে গেলেই মানুষ দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কাহিনি।

Sudipto

সম্পর্কিত খবর