বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি ক্ষেত্রেই মানুষের কাছে বিভিন্ন বিকল্প উপলব্ধ রয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন পদ্ধতির অবলম্বন করা হচ্ছে। যার মধ্যে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া বহুবছর ধরেই প্রচলিত রয়েছে। এদিকে, সাধারণত আমরা যখন একটি উইন্ডমিলের (Windmill) দিকে তাকাই, তখন আমরা সেখানে একটি লম্বা টাওয়ারের উপর তিনটি ব্লেডকে ঘুরতে দেখি। কিন্তু, এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন একটি উইন্ড টারবাইন তৈরি করা সম্ভব হয়েছে, যেটি আকারে অত্যন্ত ছোট। পাশাপাশি, সেগুলিকে বাড়ি বা অফিসের ছাদেও খুব সহজেই বসানো যায়।
এদিকে, ইতিমধ্যেই এহেন উইন্ড টারবাইনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। প্রসঙ্গত উল্লেখ্য যে, আমাদের দেশের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। পাশাপাশি, তিনি বিভিন্ন মজাদার পোস্টের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পোস্ট এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের কথাও তুলে ধরেন।
শুধু তাই নয়, তিনি তাঁদের উদ্দেশ্যে সাহায্যের হাতও বাড়িয়ে দেন। এমতাবস্থায়, মাহিন্দ্রার এহেন কাজ আকৃষ্ট করে দেশের যুবসমাজকেও। যেই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, এবার তিনি এই বিশেষ উইন্ড টারবানের প্রসঙ্গটি সকলের কাছে উপস্থাপিত করেছেন। জানা গিয়েছে, এটির নাম হল টিউলিপ উইন্ড টারবাইন (Tulip Wind Turbine)। এর বিশেষত্ব হল এগুলিকে খুব অল্প স্থানে এবং যেকোনো জায়গায় ইনস্টল করা যেতে পারে। সর্বোপরি, এগুলির জন্য লম্বা টাওয়ার বা বড় ব্লেডেরও প্রয়োজন হয়না। আর সেই কারণেই সীমিত জায়গার মধ্যেই এগুলি কাজ করতে পারে।
একাধিক রঙে পাওয়া যায় টিউলিপ উইন্ড টারবাইন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই উইন্ড টাইবাইনের দু’টি ডানার মধ্যে যখন বাতাস একটিতে আঘাত করে, সেক্ষেত্রে এটি তার মাধ্যমে অন্য ডানাটিকেও ঘোরাতে শুরু করে। এমতাবস্থায় এটি খুব সহজে এবং কম খরচে গ্রিন এনার্জি উৎপাদন করতে পারে। সর্বোপরি, কম বাতাসেও এই উইন্ড টারবাইন বিদ্যুৎ উৎপাদন করতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই উইন্ড টারবাইনগুলি একাধিক রঙে উপলব্ধ থাকে। অর্থাৎ এগুলি আপনার বাড়ির সাজসজ্জার একটি অন্যতম অংশও হয়ে উঠতে পারে।
I often wondered how massive allocations of land (and air, given their height!) for traditional turbines would be sustainable? Multiple forms of generation should be welcomed. For India, tulip turbines are ideal: lower cost, lower space & useful in both urban & rural settings. pic.twitter.com/j6ychzdGmK
— anand mahindra (@anandmahindra) October 21, 2022
আনন্দ মাহিন্দ্রা জানান, “এগুলি ভারতের জন্য ভালো”: এমতাবস্থায়, এই উইন্ড টারবাইনের ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্র জানিয়েছেন, “আমি প্রায়ই ভাবি যে প্রচলিত টারবাইনগুলিকে এত বড় জায়গায় এবং উচ্চতায় রাখা কতটা টেকসই? শক্তি উৎপাদনের অন্যান্য উপায়কে স্বাগত জানানো উচিত।” পাশাপাশি, তিনি আরও জানান যে, “এই টিউলিপ টারবাইন ভারতের জন্য আদর্শ হতে পারে। কম খরচ এবং জায়গায় এগুলি শহুরে এবং গ্রামীণ উভয় এলাকার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে।”