বাংলাহান্ট ডেস্ক: ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাননি কেউ। বীরভূমের এক অখ্যাত গ্রাম থেকে উঠে আসা বাদাম বিক্রেতা, যিনি পরে ‘শিল্পী’র তকমা পান। একটা মোটরবাইকে চেপে এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। বাদাম বেচার ফাঁকেই বেঁধেছিলেন গান। সেই গান যে কখন ভাইরাল হয়ে যায় তা জানতেও পারেননি ভুবন।
সার্থকনামা হয়ে তাঁর গান মাতিয়েছিল গোটা ভুবনকেই। এমন কেউই হয়তো বাকি ছিলেন না যে ‘কাঁচা বাদাম’ গানটা শোনেননি। প্রচুর বিতর্কও হয়েছিল গানটা নিয়ে। ভুবনের বেফাঁস ‘সেলিব্রিটি’ মন্তব্য নিয়েও সমালোচনা হয়েছিল। এমনকি শহরের নামী পাবে ভুবনের গান গাওয়া নিয়েও কটাক্ষের ঝড় উঠেছিল। অভিযোগ তুলেছিলেন তথাকথিত ‘এলিট’রা।
ভুবন অবশ্য থামেননি। নতুন গান আনার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান, রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে। দাদাগিরি, ইসমার্ট জোড়ি তে টিআরপি বাড়িয়েছেন বাদাম কাকু। এনেছেন নতুন নতুন গানও। আক্ষরিক অর্থে ‘সেলিব্রিটি’ হয়ে বানিয়েছেন পাকা অট্টালিকা। তবে ভুবনের নতুন গানগুলো তেমন ছাপ ফেলতে পারেনি কাঁচা বাদামের মতো। তাই একসময় হারিয়েই গিয়েছিলেন তিনি। অনেকদিন পর্যন্ত নাম শোনা যাচ্ছিল না ভুবনের।
তবে কালীপুজোর আগে ধামাকাদার এনট্রি নিয়ে ভুবন বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি। নতুন গানের নাম ‘এখন আর দাদা বেচি না কাঁচা বাদাম’। ইতিমধ্যেই নাকি গানটি রেকর্ড করে নিয়েছেন ভুবন। শুধু মুক্তির অপেক্ষা। কালীপুজোর পরেই নতুন গানটি মুক্তি পাবে বলে খবর।
কিন্তু এতদিন দেখা মেলেনি কেন ভুবনের? নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন তিনি। কিন্তু সেখানেও অনেকদিন হয়ে গেল কোনো নতুন গানের আপডেট আসেনি। জানা যাচ্ছে, এতদিন যাত্রায় অভিনয়ের মহড়া নিচ্ছিলেন ভুবন। তাই ব্যস্ত ছিলেন ওদিকে। শেষমেষ সব ব্যস্ততা কাটিয়ে গানের দিকে মন দিয়েছেন ভুবন বাদ্যকর।