বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত রোহিত শর্মারা। অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন সমস্ত পরিকল্পনা তৈরি এবং তারা এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা করছেন। রোহিত শর্মার এই বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার যে ভারতীয় দল ম্যাচের আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছেন যে কোন ১১ জনকে নিয়ে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। দলের প্রত্যেকের ভূমিকা কি হবে সেটাও রোহিত খুব স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটারদের সামনে।
এই নিয়ে এবার মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্কটা কেমন সেই নিয়ে আজকে বক্তব্য রেখেছেন বিরাট। তিনি জানিয়েছেন অধিনায়ক হিসেবে রোহিত এবং তার চিন্তা ভাবনার মধ্যে খুব বেশি তফাৎ নেই। বিরাট কোহলি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে রোহিত শর্মা এবং তার লক্ষ্য হলো দুর্দান্ত ক্রিকেট খেলে ভারতের বিশ্বকাপ খরা কাটানো।
কোহলি নিজের বক্তব্যে বলেছেন, “আমরা যখনই কথা বলছি অনুশীলনের সময় আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত একটাই থাকছে। সেটা হলো কিভাবে বড় টুর্নামেন্টগুলি জেতা যায় এবং তার জন্য কি পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন। দলের সকলের সঙ্গে এই নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে। খেলার প্রতি আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি বদলা চেনা। সব সময় আমাদের ভুলত্রুটিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছি।”
ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলি একজন ক্রিকেটার হিসেবে কি কোন চাপ অনুভব করছেন? এই প্রশ্নের জবাব হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, “শুধু আমি না দলের প্রত্যেকেই খুব স্বাভাবিক এবং ফুরফুরে মেজাজে রয়েছেন কারণ সকলের আত্মবিশ্বাস এবং প্রস্তুতি ঠিকঠাক অবস্থায় রয়েছে। এবার শুধু সকলকে ম্যাচ চলাকালীন চাপ সামলে পারফরম্যান্স করতে হবে। একবার যদি ভালো ছন্দ খুঁজে পাওয়া যায় তাহলে সেই তরঙ্গেই সবাই সামনে এগিয়ে চলবে।”
ভারতীয় দল নিজেদের প্রস্তুতি তুঙ্গে রাখলেও তাদের একটি বিষয় নিয়ে হয়তো হতাশ হতে হবে। কাল মেলবোর্নে যখন ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে তখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে হয়তো খেলোয়াড়রা ম্যাচটির প্রতি যে মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছেন তার ওপর প্রভাব পড়তে পারে।