আমার যখন কথা বলতে ইচ্ছা হবে বলব, টেট ইস‍্যুতে বুদ্ধিজীবীদের ট্রোলিং নিয়ে সরব পরমব্রত

বাংলাহান্ট ডেস্ক: অনশনকারী টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীদের উপরে পুলিসি জুলুমের প্রতিবাদে সরব শিল্পী এবং বুদ্ধিজীবী মহল। সোশ‍্যাল মিডিয়ায় রাজ‍্য সরকারের উপরে ক্ষোভ উগরে দেওয়া থেকে শুরু করে রাস্তায় নেমেও প্রতিবাদ করেছেন অনেকে। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায় (Parambrata Chatterjee)। দেরিতে হলেও পুলিসের আচরণের তীব্র প্রতিবাদ জানালেন তিনি।

সংবাদ মাধ‍্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে পরমব্রত বলেন, যে তৎপরতার সঙ্গে অনশনকারীদের হটিয়ে দেওয়া হল, সেই একই রকম তৎপরতার সঙ্গে যদি মূল অভিযুক্তদের দোষী সাব‍্যস্ত করতে বা গ্রেফতার করতে দেখা যায় তাহলে সাধারণ নাগরিক হিসাবে তিনি বেশি নিশ্চিন্ত হবেন বলে জানান পরমব্রত।

Parambrata
কিছু মানুষ নিজেদের ন‍্যায‍্য অধিকারের জন‍্য আন্দোলন করছিলেন। তাদের আন্দোলনকে রাতের অন্ধকারে যেভাবে তুলে দেওয়া হল তা তিনি একেবারেই সমর্থন করছেন না বলেই জানান অভিনেতা। এতদিন বাদে বিষয়টা নিয়ে সরব হওয়ার ব‍্যাপারে পরমব্রত বলেন, তিনি শুটিংয়ের জন‍্য রাজ‍্যের বাইরে। বিষয়টা জেনেছেনই অনেক পরে। কিন্তু চোখে লেগেছে বলে মুখ খুলেছেন তিনি।

তবে পরমব্রত মনে করেন, সোশ‍্যাল মিডিয়ায় প্রতিবাদ করে, চিঠি লিখে বা সংবাদ মাধ‍্যমে বলে বড় কোনো বদল আনা সম্ভব নয়। কারণ দুদিন পরেই যে যার স্বার্থ নিয়ে ব‍্যস্ত হয়ে পড়বে। চাকরীপ্রার্থীদের সঙ্গে যেটা হয়েছে সেটা অন‍্যায় এবং অত‍্যন্ত দৃষ্টিকটু বলে মন্তব‍্য করে পরমব্রত বলেন, রাজ‍্য সরকার এবং শিক্ষা পর্ষদ চাকরীপ্রার্থীদের সঙ্গে একটা আলোচনায় ঢুকছিল। তারপরেও যেটা হল সেটা অত‍্যন্ত অন‍্যায়।

তবে যেভাবে কথায় কথায় বুদ্ধিজীবীদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে সেটা সমর্থন করছেন না পরমব্রত। তাঁর মতে এটা ট্রোলিং। দু একজনকে ট‍্যাগ করে, তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা খুব সহজ। পরমব্রতর মতে, যার যখন ইচ্ছা হবে মুখ খুলবে। এখন যেমন তিনি মুখ খুলেছেন। তবে ন‍্যায‍্য দাবিতে আন্দোলনের উত্তরে পুলিহ যেটা করল তার জন‍্য ধিক্কার জানান পরমব্রত।

Niranjana Nag

সম্পর্কিত খবর