বিদেশি অর্থায়নের অভিযোগে ব্যবস্থা! রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করল কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্ক : রাজীব গান্ধী ফাউন্ডেশনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ। বাতিল করে দেওয়া হয়েছে এফসিআরএ লাইসেন্স। বিদেশী তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে শনিবার রাজীব গান্ধী ফাউন্ডেশনের (আরজিএফ) ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লাইসেন্স বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ)।

রাজীব গান্ধী ফাউন্ডেশন গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত একটি বেসরকারী সংস্থা। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশ, ২০২০ সালের জুলাই মাসে একটি কমিটি গঠন করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। কমিটির রিপোর্টের ভিত্তিতে ফাউন্ডেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।

এফসিআরএ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানিয়ে একটি নোটিশ রাজীব গান্ধী ফাউন্ডেশনের-এর পদাধিকারীদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আরজিএফ-এর চেয়ারপার্সন, অন্য ট্রাস্টিদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, সংসদ সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

rajiv gandhi

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজীব গান্ধী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৯১ সালের জুলাই মাসে সোনিয়া গান্ধীর নেতৃত্বে আয়োজিত হয়েছিল একটি বৈঠক। বৈঠকে ফাউন্ডেশনের জন্য একটি প্রস্তাব পাস হয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত রাজীব গান্ধী ফাউন্ডেশন ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু, বিশেষভাবে সক্ষমদের সহায়তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছে বলে দাবি করা হয়। রাজীব গান্ধী ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রেও কাজ করেছে এই সংস্থা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর