মাত্র ১৫ মিনিটের চার্জেই ৫০ কিমি পর্যন্ত চলবে এই ইলেকট্রিক স্কুটার! স্বয়ংক্রিয়ভাবে হবে লক-আনলকও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই ক্রমবর্ধমান জ্বালানির মূল্যের কারণে এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) প্রতি আকৃষ্ট হচ্ছেন অনেকেই। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ স্কুটার বাজারে লঞ্চ করছে প্রস্তুতকারক সংস্থাগুলি। এদিকে, ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারের বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে Ola। তবে, এবার Ola Electric ভারতে তাদের সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার Ola S1 Air লঞ্চ করেছে।

জানা গিয়েছে, এই বৈদ্যুতিক স্কুটারের প্রারম্ভিক মূল্য হল ৭৯,৯৯৯ টাকা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কুটারটি MoveOS 3 সফটওয়্যারের সাথে গ্রাহকদের কাছে উপলব্ধ হবে। এছাড়াও Ola S1 এবং Ola S1 Pro ব্যবহারকারীরা ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এই আপডেট পেয়ে যাবেন বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, এই সফ্টওয়ারটি মোবাইল ফোনের মতো বাড়িতে বসেই আপডেট করা যায়। এমতাবস্থায়, এই সফ্টওয়ার আপডেটের সাথে Ola-র স্কুটারে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত হবে। বর্তমান প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

   

জানা গিয়েছে, এই সফ্টওয়ার আপডেটের ফলে ২০ টিরও বেশি নতুন ফিচার্স অন্তর্ভুক্ত হবে। MoveOS 3-তে নতুন লঞ্চ হওয়া কিছু ফিচার্সের মধ্যে রয়েছে প্রক্সিমিটি আনলক ও পার্টি মোডের মত ফিচার্স। পার্টি মোডের মাধ্যমে আপনি যখন ব্লুটুথের মাধ্যমে স্কুটারে গান চালাবেন, তখন স্কুটারের লাইটও গান অনুযায়ী জ্বলবে।

আরেকটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল “প্রক্সিমিটি আনলক”। যার মানে হল স্কুটারটি ম্যানুয়ালি লক বা আনলক করার আর প্রয়োজন নেই। অর্থাৎ, আপনি স্কুটারের কাছাকাছি আসার সাথে সাথে সেটি নিজেই লক/আনলক হয়ে যাবে। Ola ইতিমধ্যেই এই প্রযুক্তিটির পেটেন্ট গ্রহণ করেছে এবং এটিকে “বিশ্বের প্রথম” এহেন ফিচার্স বলে দাবি করেছে। যদিও, Ducati, Triumph, Honda-র প্রিমিয়াম মোটরসাইকেলগুলিতে কি-লেস এন্ট্রি সিস্টেমের পাশাপাশি এই ধরণের ফিচার্স দেখতে পাওয়া যায়।

ola s1 pro copy pepr

MoveOS 3-তে “Vacation Mode” নামেরও একটি সুবিধা রয়েছে। যার মাধ্যমে স্কুটার এনার্জি সেভিং মোডে থাকতে পারে। এমনকি, এই Mode-এর সাহায্যে স্কুটারের চার্জ ২০০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় বলেও জানানো হয়েছে। এদিকে, দ্বিতীয় বড় আপডেটটি হল হাইপারচার্জিং। MoveOS 3 এবং Ola হাইপারচার্জার ব্যবহারের মাধ্যমে, স্কুটারের চার্জিং স্পিড হবে ৩কিমি/মিনিট। শুধু তাই নয়, এর ফলে স্কুটার মাত্র ১৫ মিনিটে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতেও সক্ষম হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর