টানা তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং, গড়লেন নয়া রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। টানা তৃতীয়বারের মতো চীনের (China) রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শি জিনপিং (XI Jinping)। অর্থাৎ আগামী পাঁচ বছর তিনি পুনরায় একবার চীনের প্রধান পদে অধিষ্ঠিত হলেন।

অতীতে দীর্ঘ এক দশক তথা ১০ বছর ধরে চীনের প্রধান ক্ষমতায় ছিলেন জিনপিং। তবে এবারে দলের প্রধান তথা দেশের প্রেসিডেন্ট পদে লড়াই বেশ চ্যালেঞ্জের ছিল। বেশ কয়েকটি মহল থেকে দাবি করা হয়, সম্ভবত এবছর পরাজিত হতে চলেছেন জিনপিং। বিশেষত সাম্প্রতিক সময় যেভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক বিতর্ক তৈরি হয়ে চলেছিল, তাতে সেই সম্ভাবনা আরো প্রকট হতে থাকে। তবে শেষ পর্যন্ত সমালোচকদের মোক্ষম জবাব দিয়ে পুনরায় একবার চীনের প্রেসিডেন্ট পদে প্রতিষ্ঠিত হলেন তিনি।

একই সঙ্গে এদিন অতীতের সকল রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করলেন শি জিনপিং। বলে রাখা ভালো, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং। তাঁর পর থেকে আর কোন নেতা পরপর তিনবার চীনের প্রধান পদে বসেননি। সেই রেকর্ড বর্তমানে ভেঙে দিলেন জিনপিং। একই সঙ্গে এদিন স্থায়ী কমিটিও ঘোষণা করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, চীনের নয়া প্রেসিডেন্ট জিনপিংয়ের দলে রয়েছেন লি কিয়াং, শাও লেজি, ওয়াঙ, কাই কি, লি শি এবং ডিং শেকশিয়াং। একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে লি কিয়াংকে। এক্ষেত্রে কেকিয়াংয়ের স্থানে তাঁকে নিযুক্ত করা হয়েছে বলে খবর।

xi jinping

এদিন দলের প্রধান নিযুক্ত হওয়ার পর জিনপিং বক্তৃতা দিতে উঠে বলেন, “আপনারা যে আমার উপর ভরসা রেখেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। বিগত বেশ কয়েক বছরের চীন অনেক কিছু অর্জন করেছে। এখনো দেশকে অনেক কিছু দেওয়ার রয়েছে। সমস্ত দিক থেকে দেশকে আধুনিক সমাজতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করা হবে আমার প্রধান লক্ষ্য।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর