সুদীপ ‘সুখী নেতা’, তাপস রায়ের পাশে থাকার বার্তা দিয়ে TMC সাংসদকে কটাক্ষ মদনের

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন একের পর এক দুর্নীতির ইস্যুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিগত বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বনাম তাপস রায়ের (Tapas Roy) দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি। একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে চলেছেন আর এই পরিস্থিতিতে এবার সুদীপবাবুকে ‘সুখী নেতা’ আখ্যা দিয়ে সেই বিতর্ক আরো বাড়িয়ে তুললেন মদন মিত্র (Madan Mitra)। গতকাল তাপস রায়ের এক পুজো উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এহেন মন্তব্য করেন মদন।

তৃণমূল বিধায়ক বলেন, “এমন অনেক নেতা রয়েছেন, যারা সাজে গোজে এবং পরবর্তীতে পাউডার মেখে স্যুট পরে ঘুরে বেড়ায়। তাপস রায় সেই রাজনীতি করে না বলেই বেঁচে রয়েছেন।” একইসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “উনি অনেক সিনিয়র নেতা। ওঁনার সম্পর্কে বিশেষ কিছু বলবো না। তবে একটা কথা বলতে চাই, সেটা হল ওঁনারা কেবল একটা মাত্র আন্দোলন করেছিলেন। পরবর্তীতে কোন জায়গায় খুঁজে পাওয়া যায়নি। যখন কাজ করেছিলেন, সেটা সুখের যুব কংগ্রেস।”

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে সুদীপ বনাম তাপস দ্বন্দ্ব ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেপির অনেক ছোট নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এহেন অভিযোগ সামনে আনেন তাপস রায়। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুদীপবাবু বলেন, “বিজেপির ছোট নেতাদের সঙ্গে লুকিয়ে সাক্ষাৎ করার কোন রকম প্রয়োজন পড়েনি। এ ক্ষেত্রে দিল্লিতে যাওয়ার সময় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলে আমার সামনে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

সেই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে আবার তাপস রায় বলেন, “উনি যা হয়েছেন, দলের জন্য। এতে অহঙ্কারের কিছু নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্র সরকার এজেন্সিকে দিয়ে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এ সকল বিষয়ে কখনো প্রশ্ন করেন না। সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদাররা মুখ খুললেও সুদীপবাবুকে সংসদে দাঁড়িয়ে কখনোই চাপ সৃষ্টি করতে দেখা যায় না।” এমনকি, ‘আমাকে কখনো হেফাজতে থাকতে হয়নি’ মন্তব্যের দ্বারা পরোক্ষে সুদীপকে আক্রমণও শানান তাপসবাবু।

madan mitra 3 1

তাহলে সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। দুর্নীতি মামলায় যখন এক দিকে চরম অস্বস্তিতে শাসক দল, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাপস বনাম সুদীপ দ্বন্দ্বে মদনবাবুর খোঁচা ঘিরে উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।

Sayan Das

সম্পর্কিত খবর