বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতির মঞ্চে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। তার দুই ঘনিষ্ঠকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গরু পাচার মামলায় আপাতত সিবিআই এর হেফাজতে রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু সম্প্রতি অনুভূত মণ্ডলের ঘনিষ্ঠ দুই তৃণমূল কাউন্সিলরকে দেখা গেল শুভেন্দু অধিকারীর সাথে।
যে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন কারণে আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডলকে, তারি সাথে অনুব্রতর ২ ঘনিষ্ঠ কাউন্সিলরের সহাবস্থান ফের একবার সৃষ্টি করেছে বিতর্কের। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটিকে নেহাত “সৌজন্য সাক্ষাৎকার” বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মনে এখন প্রশ্ন এটি কি সত্যিই সৌজন্য সাক্ষাৎ নাকি তৈরি হচ্ছে নতুন কোন রাজনৈতিক সমীকরণ?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বীরভূম জেলার সিউড়িতে আসেন কয়েকটি কালীপুজোর উদ্বোধন করতে। এরই মধ্যে বামনী কালীমন্দিরে শুভেন্দু অধিকারীর সাথে দেখা যায় সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে’কে। তৃণমূল কাউন্সিলরদের সাথে এহেন “সহাবস্থানের” ভিডিও নিজেই শেয়ার করেছেন বিরোধী দলনেতা।
বিতর্ক শুরু হতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই দুই কাউন্সিলর। উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, “বামনী কালী মন্দিরে আমি প্রতিবছর যাই। এই বছর সেখানে গিয়ে আমার সাথে শুভেন্দু অধিকারীর দেখা হয়ে যায়। পূর্বে আমরা একই সাথে দল করায় আমাদের পরিচয় ছিল। এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ।” পাশাপাশি এই দুই কাউন্সিলর এর বক্তব্য মায়ের মন্দিরে আসা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমরা সকল বিরোধীদের সম্মান করি।