বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ফের পুরনো বনাম নতুনের লড়াই। আগের জমানার তারকাদের সঙ্গে নতুন জমানার তারকাদের তুলনা টেনে বিবাদের সূত্রপাত ঘটালেন পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai)। তাঁর মতে, এখনকার প্রজন্মের অভিনেতারা ‘সাবান-তেল বিক্রেতা’। শাহরুখ খান, সলমন খান, আমির খানের মতো নব্বইয়ের দশকের তারকাদের ধারেকাছেও আসতে পারবে না তাঁরা।
নতুন প্রজন্মের তারকারা অভিনয়ের থেকে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখাতে বেশি আগ্রহী, মত পরিচালক সুভাষ ঘাইয়ের। অভিনয়টা ভাল করার থেকে নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখাতে পারলেই স্টারডম পাওয়া যায় বলে মনে করেন নতুন প্রজন্ম। এখানে শাহরুখ সলমনদের সঙ্গে তাদের বিভেদ বলে মনে করেন সুভাষ ঘাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তুলনা টেনে পরিচালক বলেন, নব্বইয়ের দশকের অভিনেতারা এখনো গল্পের গুরুত্বটা বোঝেন। সে শাহরুখ, সলমন বা আমির যেই হন না কেন। তাঁরা এটা বোঝেন যে ভাল কাজ করাটাই মুখ্য ব্যাপার। টাকা ঠিকই চলে আসবে। কিন্তু আজকের প্রজন্ম উলটো।
সুভাষ ঘাইয়ের দাবি, এই প্রজন্ম শুধু টাকা বোঝে। নিজেদের ব্র্যান্ডিং, পারিশ্রমিক এগুলো নিয়েই তাদের মাথাব্যথা। তারা মনে করেন, নিজেরা বিরাট কোনো ব্র্যান্ড হয়ে গিয়েছেন। আসলে অন্যের হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছেন তারা। তাদের কথা মতো কাজ করেন। ঘাইয়ের কটাক্ষ, “এদের সাবান-তেল ওয়ালাদের মতো লাগে যারা শুটিং ছেড়ে বিজ্ঞাপন করার জন্য চলে যান।”
পরিচালক প্রশ্ন তুলেছেন, রাজেশ খান্না বা অনিল কাপুরকে সবথেকে সফল সময়টায় কেউ বিজ্ঞাপন করতে দেখেছে? প্রেক্ষাগৃহ থেকে বাড়ি ফিরে দেখেন, অভিনেতা টিভিতে তেল বিক্রি করছেন। অথচ কিছুক্ষণ আগেই তাঁকে বড়পর্দায় দেশপ্রেম নিয়ে বক্তৃতা দিতে শোনা গিয়েছে। দর্শকরা এতে বিভ্রান্ত হয়ে যান বলে মন্তব্য করেছেন সুভাষ ঘাই।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালকদের মধ্যে একজন সুভাষ ঘাই। ১৯৭৬ সালে ‘কালীচরণ’ ছবির হাত ধরে পরিচালনা শুরু করেন তিনি। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম রাম লখন, পরদেশ, কর্জ, তাল এর মতো ছবি।