জনমত সমীক্ষায় এগিয়ে ঋষি সুনক! অবশেষে কি প্রথম হিন্দু প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন?

বাংলাহান্ট ডেস্ক : কয়েক মাস আগেই আশা জাগিয়েও হেরে যান তিনি। শেষ পর্যায়ে গিয়ে দেখতে হয়েছিল পরাজয়ের মুখ। কিন্তু এবার বদলে গিয়েছে যাবতীয় সমীকরণ। সমীক্ষা বলছে ব্রিটেনের (Britain) সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী লিজ় ট্রাসের কুর্সিতে ঋষি সুনককেই (Rishi Sunak) দেখতে চান প্রায় ৪৫ শতাংশ নাগরিক।একটি বহুজাতিক সংস্থার জনমত সমীক্ষায় সম্প্রতি এমনই দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন বরিস জনসনকেও। এমনই বিস্ফোরক দাবি করছে ওই সমীক্ষা রিপোর্টে। বরিসের ঝুলিতে রয়েছে মাত্র ২৭ শতাংশ ভোট।

লিজ় ট্রাসের ইস্তফার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আরও একবার নাম শোনা যায় ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের। যদিও সরকারি ভাবে সে কাজ করেননি বরিস। তবে ‘ওপিনিয়াম’ নামে ওই সংস্থা জানায়, ব্রিটেনের ১,০০৫ জন নাগরিকের মধ্যে করা ওই সমীক্ষায় বরিসের থেকে ঋষিকেই এগিয়ে রেখেছেন বেশির ভাগ নাগরিক। সংখ্যার বিচারে তা প্রায় ৪৫ শতাংশ। ৪০ শতাংশ নাগরিক মনে করেন, ব্রিটেনের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় যোগ্য প্রার্থী হলেন ঋষি। বরিস জনসনকে ওই দেখতে চান মাত্র ১৭ শতাংশ। ওই সমীক্ষার রিপোর্ট আরও দাবি করে ব্রিটিশ পার্লামেন্টে রিচমন্ড কেন্দ্রের প্রতিনিধি ঋষি যে ১০ ডাউনিং স্ট্রিটের যোগ্যতম দাবিদার তা-ও মনে করেন বেশির ভাগ নাগরিক।

ব্রিটেনেকে অর্থনৈতিক সঙ্কটমুক্ত করতেই আবারও প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করতে চান বলে জানিয়েছেন ঋষি নিজেই। তাঁর দাবি, কনজ়ারভেটিভ পার্টির ১৩০ জনেরও বেশি এমপি-র সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। অপর দিকে, বরিস জানান, ৫৮ জন এমপি সমর্থন জানিয়েছেন তাঁকে। এদিকের বিচারেও অনেক এগিয়ে ঋষি।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর