বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) দেশের বুকে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর থেকে প্রতিটি বছর দিওয়ালি (Diwali) উৎসবকে উদযাপন করতে সেনা জওয়ানদের কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী। এবারও হলো না অন্যথা! এদিন ইতিমধ্যে কারগিল পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশবাসিকে দিওয়ালি শুভেচ্ছাও দেন তিনি।
গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে দিওয়ালি উৎসব। সেই উপলক্ষে একদিন সকাল হতেই একটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “সকল দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানাই। আলোর সঙ্গে জড়িত এই উৎসব। আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ এবং মঙ্গলময় চেতনা আরো বৃদ্ধি করুক। পরিবার এবং বন্ধুর সঙ্গে উৎসব পালন করুন, এই কামনা করছি।”
একই সঙ্গে এদিন সকাল হতেই সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করার জন্য কারগিল পৌঁছে যান নরেন্দ্র মোদী। গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি এদিন সকালে জওয়ানদের কাছে পৌঁছে গেলেন তিনি।
উল্লেখ্য, গতকাল অযোধ্যায় অস্থায়ী রাম মন্দিরে যাওয়ার পাশাপাশি মাটির প্রদীপ জ্বালানোর পাশাপাশি আরতি করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে অযোধ্যায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবারই দিওয়ালির দিনটি বীর জওয়ানদের সঙ্গে কাটাতে পছন্দ করেন মোদী।
দেখে নেওয়া যাক, প্রতি বছর মোদি গন্তব্যস্থান
২০১৪ সাল – সিয়াচেন
২০১৫ সাল – পঞ্জাব সীমান্ত
২০১৬ সাল – হিমাচলের চীন সীমান্ত
২০১৭ সাল – কাশ্মীরের গুরেজ সেক্টর
২০১৮ সাল – হরসিল সীমান্ত
২০১৯ সাল – কাশ্মীরের রাজৌরী এলাকা
২০২০ সাল – লঙ্গেওয়ালা সীমান্ত
২০২১ সাল – কাশ্মীরে নৌশেরায়।