পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগাতে হবে দিলীপকে! রাজ্য BJP-কে কড়া নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে পশ্চিমবঙ্গে পুনরায় একবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) চাঙ্গা করতে মরিয়া বিজেপি (Bharatiya Janata Party) কেন্দ্রীয় নেতৃত্ব। যেভাবে বর্তমানে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে পদ্মফুল শিবির, সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা আর সেই কারণেই রাজ্যে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে কেন্দ্রের স্পষ্ট বার্তা, আগামী নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতেই হবে।

উল্লেখ্য, গত বিধানসভা ভোটে ২০০ ভোটে জয়লাভের সম্ভাবনা দেখিয়েও অবশেষে তৃণমূল কংগ্রেসের নিকট বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয় বিজেপি। এরপর থেকেই একদিকে যখন বহু নেতা এবং বিধায়করা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন, আবার অপরদিকে একাধিক নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে পদ্মফুল শিবিরকে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া দল। ইতিমধ্যেই বাংলায় বেশ কয়েক দফা বৈঠক সেরেছেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পান্ডেরা।

উক্ত বৈঠক হতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তে পৌঁছেছে, পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগাতে হবে দিলীপ ঘোষকে। এক্ষেত্রে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। দীপাবলীর পর জেলা সফরে যে প্রধান তিন নেতার নাম উল্লেখ রয়েছে, তারা হলেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই বিজেপির অন্দরে পুরনো বনাম নতুন দ্বন্দ্ব অব্যাহত। এক্ষেত্রে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের হাতে ক্ষমতা আসার পর থেকে আদি বিজেপি ক্রমাগত কোণঠাসা। এক্ষেত্রে দিলীপ ঘোষকে পিছনের সারিতে ফেলা হয়ে চলেছে। তবে বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের জেরে অনেকটাই ব্যাকফুটে বঙ্গ বিজেপি। তাদের এক নেতার দাবি, “গ্রাম কিংবা শহরে দিলীপ ঘোষের জনপ্রিয়তা রয়েছে, তা অস্বীকার করা চলবে না। তাঁর জনপ্রিয় তকে কাজে লাগিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে হবে।”

Untitled design 2022 08 26T152612.009

বিশেষজ্ঞদের মতে, নিজের রাজনৈতিক কেরিয়ারে বিতর্কিত মন্তব্যের পাশাপাশি সোজা হাতে ব্যাট করে চলেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি মাঝেমধ্যে নিজের দলের বিরুদ্ধেই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর রাজ্য বিজেপির পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর