বাংলা হান্ট ডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’ (Sitrang) আর এর মাঝেই মাত্র কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়লো ‘বুর্জ খলিফা’ (Burj Khalifa)। হাওয়ার এতটাই দাপট ছিল যে, বুর্জ খলিফার ধাঁচে তৈরি মণ্ডপের উপরের অংশ সম্পূর্ণরূপে ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিনহাটা (Dinhata) এলাকায়।
ঘটনার কেন্দ্রস্থল কোচবিহারের দিনহাটার দয়ার সাগর ক্লাব। এ বছর ক্লাবটির উদ্যোগে কালীপুজোয় বুর্জ খলিফার ধাঁচে একটি প্যান্ডেল তৈরি করা হয়। বিগত দেড় মাস ধরে এই মণ্ডপ তৈরি করা হলেও অবশেষে সমস্ত চেষ্টা এক মুহূর্তে ভেস্তে গিয়েছে। এই ঘটনায় মাথায় হাত উদ্যোক্তাদের।
উল্লেখ্য, গত দুর্গাপুজোর সময় ঝড়ের কারণে জলপাইগুড়িতে একটি পুজোর প্যান্ডেল একইভাবে ভেঙে যায় আর এদিন দুপুরে প্রচণ্ড হাওয়ার দাপটের সাক্ষী থাকলো দিনহাটাবাসী।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলায় ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় পরোক্ষভাবে প্রভাব পড়ার কারণে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এর মাঝেই হাওয়ার কারণে মণ্ডপ ভেঙে যাওয়ায় চিন্তা বেড়েছে এলাকাবাসীদের।
গতকাল দয়ার সাগর ক্লাবের কালীপুজোর আলোকসজ্জার উদ্বোধন হয়ে গেলেও এ দিন প্যান্ডেল উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে তার আগেই সব শেষ। যদিও এই মুহূর্তে আশা ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা।
ক্লাবের এক কর্তা জানান, “ভীষণ হাওয়ার দাপটে মণ্ডপের উপরের অংশ ভেঙে গিয়েছে। এটাকে পুরনো অবস্থায় ফেরানো এক প্রকার অসম্ভব। তবে যেকোনো উপায়ে কালীপুজো যাতে করা যায়, তার প্রচেষ্টা করে চলেছি আমরা।”