আজই সূর্যকে আড়াল করবে চাঁদ, জানুন কখন আর কোথায় দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে সারাদেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি। আলোর উৎসবে মেতেছে সমগ্র দেশবাসী। এরই মধ্যে আজ অর্থাৎ মঙ্গলবার, গোটা দেশ থেকেই দেখা যাবে খন্ড গ্রাস সূর্য গ্রহণ। দুপুরের পর শুরু হওয়া এই সূর্যগ্রহণ মানুষ দেখতে পারবেন সূর্যাস্ত পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্নিঝড় সিত্রাংয়ের জন্য কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের বেলা আকাশ মেঘলা থাকতে পারে। এর ফলে হয়তো গ্রহণ সঠিকভাবে দেখা নাও যেতে পারে।

‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’ জানিয়েছে, গ্রহণ সব থেকে ভালো দেখা যাবে ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলি থেকে। ওইসব অঞ্চলে দৃশ্যমান সূর্যের অধিকাংশ অংশই ঢাকা পড়বে চাঁদের আড়ালে। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২ টো বেজে ২৯ মিনিটে শুরু হবে গ্রহণ। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা বেজে ৩২ মিনিটে। ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে চলবে খন্ড গ্রাস সূর্য গ্রহণ।

solar eclipse 1623208829

কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি)-এর অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, বিকাল ৪:৫২ মিনিটে কলকাতায় আংশিক সূর্যগ্রহণ আরম্ভ হবে। এরপর বিকেল ৫:০৪ মিনিটে সূর্যাস্ত। হিসাব অনুযায়ী মাত্র ১২ মিনিট কলকাতা স্থায়ী হবে সূর্য গ্রহণ। অন্যদিকে, দিল্লিতে ১ ঘণ্টা ১৩ মিনিট ও মুম্বাইতে ১ ঘণ্টা ১৯ মিনিট স্থায়ী হবে সূর্য গ্রহণ। মঙ্গলবার এর আংশিক সূর্যগ্রহণ ভারত বর্ষ ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তরা আফ্রিকা থেকেও দেখা যাবে।জানা গেছে, এই বছরের পর ফের আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর