বাংলাহান্ট ডেস্ক : ফল -আনাজ -সবজি সহ চিকেন -মাটনের মূল্য বৃদ্ধি তো আছেই ,ভাইফোঁটায় তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম। তার জেরে সোজা পকেটে টান পড়তে পারে আপনারও। গতকাল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য কিছু পরিবর্তন এসেছে আর তাতেই দেশীয়বাজারে পেট্রোল ডিজেলের দামেও এসেছে পরিবর্তন।
বিশ্ববাজরের পরিবর্তন লক্ষ্য করে দেশীয় তেলের সংস্থাগুলিও সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবারেই পেট্রোল-ডিজেলের দাম কিছুটা পরিবর্তন করার। আর সেই অনুযায়ী কলকাতা এবং উত্তরপ্রদেশ সহ আরো বিভিন্ন রাজ্যে পেট্রোল ডিজেলের মূল্যে দেখা গেছে পার্থক্য। কোন কোন জায়গায় দাম প্রায় বেড়েছে একধাক্কায় এক টাকা পর্যন্ত।
উত্তরপ্রদেশে পেট্রোলের দাম বেড়েছে ৩১ পয়সা এবং তার বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটারে ৯৭ টাকা । ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯০ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। ব্রেন্ড ক্রুডের মূল্যে যেহেতু খুবই সামান্য পরিবর্তন এসেছে তাই এর বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৯৩.৫৪ ডলার প্রতি ব্যারেল। তবে ডব্লিউ টি আই এর মূল্য কিছুটা কমে হয়েছে ৮৪.৯৩ ডলার প্রতি ব্যরেলে।
দিল্লিতে পেট্রোল ৯৬ টাকা ৭২ পয়সা, ডিজেল ৮৯টাকা ৬২ পয়সা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোল ১০৬.৩১ টাকা প্রতি লিটার ও ডিজেল ৯৪ টাকা ২৭ পয়সা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের মূল্য প্রতি লিটার ১০২.৬৩ টাকা, ডিজেল প্রতি লিটার ৯৪.২৪ টাকা হয়েছে। কলকাতায় পেট্রোল এর মূল্য প্রতি লিটার ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা প্রতি লিটার।
এছাড়াও নয়ডা , লখনৌ, গাজিয়াবাদ ও পাটনাতেও জ্বালানি তেলের দামে এসেছে পরিবর্তন। নয়ডায় পেট্রোলের মূল্য ৯৭ টাকা, ডিজেল ৯০.১৪ টাকা প্রতি লিটার। লখনউতে পেট্রোল ৯৬.৪৪ টাকা দাম ও ডিজেল ৮৯.৬৪ টাকা প্রতি লিটার। পাটনায় পেট্রোল ১০৭টাকা ২৪ পয়সা, ডিজেল ৯৪.০৪ টাকা প্রতি লিটার ।গাজিয়াবাদে পেট্রোল ৯৬ টাকা ৫৮ পয়সা ও ডিজেল ৮৯.৭৫ টাকা প্রতি লিটার মূল্য দাঁড়িয়েছে।
সরকারি তেল কোম্পানিগুলো সকাল ছয়টার সময় তেলের নতুন মূল্য ঘোষণা করে। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে জ্বালানী তেলের মূল্য পরিবর্তিত করা হয়েছে। তবে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার জন্য ।