সংসারের মোহ কাটিয়ে সন্ন্যাস গ্রহণ, বড় সিদ্ধান্ত নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা

বাংলাহান্ট ডেস্ক : সংসার জীবন নয়, মুক্তির জন্য আধ্যাত্মিকতার পথ বেছে নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা ডঃ রুমকি সরকার। তার ইচ্ছে নিজেকে সবকিছু থেকে বার করে এনে আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের শ্রেষ্ঠ উচ্চতায় পৌঁছানো। ডঃ রুমকি সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে অধ্যাপিকা হিসাবে যোগদান করেন।

জানা গিয়েছে, তার আসল নিবাস বর্ধমান হলেও কাজের সুবিধার জন্য রায়গঞ্জের বীরনগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অধ্যাপনার প্রথম দিন থেকেই ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সবার মতে রুমকি দেবী অত্যন্ত কর্তব্য পরায়ণ। অধ্যাপনার কাজের পাশাপাশি তার আধ্যাত্মিকতা মন কেড়ে নিয়েছিল সবার। দীর্ঘদিন ধরে তিনি পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন সাধনায়। সম্প্রতি, তিনি বেছে নেন সন্ন্যাস জীবন।

সন্ন্যাস গ্রহণ করার পর রুমকি সরকার জানিয়েছেন, ” মহারাষ্ট্রের নাসিকের থেকে ২০ কিমি দূরে ত্র্যম্বকেশ্বর গিয়ে গুরুদেবের সঙ্গে প্রায় আড়াই বছর আগে আলাপচারিতা করে এসেছিলাম। বর্তমানে আমি সন্ন্যাস নিয়েছি। আমার পরিবারের মা বাবা ভাই সবার সম্মতিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ থাকবে। কারণ আমি আমার কাজ চালিয়ে যাব।”

jpg 20221025 163916 0000

জানা গেছে, রুমকি সরকার সন্ন্যাস জীবনে পদার্পণ করলেও তিনি বিশ্ববিদ্যালয় অধ্যাপনার কাজ চালিয়ে যাবেন। ইতিমধ্যেই তাকে নিয়ে সবার মধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। অনেকেই রুমকি দেবীর এই সিদ্ধান্তে বেশ খুশি। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ভূগোলের পাশাপাশি আধ্যাত্মিকতার ক্লাসও নিতে পারেন রুমকি সরকার। আমি ১ লা নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খুললে তিনি নিয়মিতভাবে যোগ দেবেন অধ্যাপনার কাজে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর